নিউজ ডেস্ক
সাবেক গণ পরিষদ সদস্য, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ লুৎফুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।
আজ এক শোকবার্তায় প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, বর্ষীয়ান রাজনীতিবিদ এডভোকেট লুৎফুর রহমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন। তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে একজন সফল সংগঠকের ভুমিকা পালন করেন। এছাড়াও ১৯৭২ সালে গণপরিষদ সদস্য হিসেবে হাতে লেখা বাংলাদেশের প্রথম সংবিধানে স্বাক্ষর প্রদানকারীদের মধ্যে লুৎফুর রহমান ছিলেন অন্যতম।তাঁর এ গুরুত্বপূর্ণ অবদানের কারণে তিনি আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন।
মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
Leave a Reply