জাকির হোসেন সুমন সিলেট ব্যুরোঃ
সিলেট-তামাবিল সড়কের সারীঘাট এলাকায় বাসচাপায় মোটরসাইকেলচালক যুবকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে।নিহত যুবকের নাম শাহরিয়ার (২৫)। তিনি জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের সরুফৌদ গ্রামের মো. আব্দুল্লাহ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সিলেট থেকে ছেড়ে আসা যাত্রীবাহি বাস (সিলেট-জ-১১-০৪০২) সারীঘাট বালুর ঘাট মসজিদ সংলগ্ন নামক স্থানে মোটরসাইকলে চালক শাহরিয়ারকে চাপা দেয়। এসময় তিনি গুরুত হন।
পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শাহরিয়ারকে মৃত ঘোষণা করেন।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
Leave a Reply