জাকির হোসেন সুমন সিলেট ব্যুরোঃ
সিলেট বিভাগে শেষ ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৬ জনের প্রাণহানি হয়েছে। এঁদের মধ্যে ১৩ জনই সিলেট জেলার বাসিন্দা। আর ২ জন হবিগঞ্জের ও মৌলভীবাজারের ১ জনের প্রাণহানি হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৭৫৮ জনের। এ সময়ে নমুনা পরীক্ষা করা হয়েছিলো ১৯৬৭ টি। সে হিসেবে শনাক্তের হার ৩৮ দশমিক ৫৪ শতাংশ।
শুক্রবার (৬ আগস্ট) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য জানিয়েছে।
নতুন মৃত্যুবরণ করাদের নিয়ে সিলেট বিভাগে করোনায় মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৭৭৭ জন। এর মধ্যে সিলেট জেলাতে সর্বাধিক ৫৮৭ জন, সুনামগঞ্জে ৫৫, হবিগঞ্জে ৩৮, মৌলভীবাজারে ৬২ জন এবং সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোট ৩৫ জনের প্রাণহানি হয়েছে।
এদিকে নতুন করে শনাক্ত হওয়াদের মধ্যে সিলেট জেলায় ৪০৩ জন, সুনামগঞ্জে ৫১ জন, হবিগঞ্জে ৫১ জন, মৌলভীবাজারে ১৯১ জন এবং সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে।
একই সময়ে চার জেলায় মিলে সুস্থ হয়ে উঠেছেন আরও ২৭৫ জন। আর করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৫ জন।
Leave a Reply