1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
অনবদ্য আয়োজনের মধ্যে দিয়ে শেষ হলো ম্যানগ্রোভ হ্যাকাথনের ফাইনাল - dainikbijoyerbani.com
বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫, ০১:১৯ পূর্বাহ্ন
ad

অনবদ্য আয়োজনের মধ্যে দিয়ে শেষ হলো ম্যানগ্রোভ হ্যাকাথনের ফাইনাল

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১৭ Time View

 

খাইরুল ইসলাম মুন্না

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে খুলনার সিএসএস এভা সেন্টার-এ অনুষ্ঠিত। “ম্যানগ্রোভ হ্যাকাথন: জলবায়ু কর্মের জন্য প্রকৃতি-ভিত্তিক উদ্ভাবন”। এই আয়োজনটি যৌথভাবে আয়োজন করেছে সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (C3ER),ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং ব্রাইটার্স।

এছাড়াও সহযোগী হিসেবে ছিলো ওএবি ফাউন্ডেশন, শরুব ইয়ুথ টিম, রিনিউ আর্থ, ফাইট ফর কোস্টাল রাইটস এন্ড জাস্টিস (FFCRJ)। ব্রিটিশ সরকারের সহায়তায় ও CARE এর ব্যবস্থাপনায় পরিচালিত নবপল্লব প্রকল্পের আওতায় এই উপকূলীয় হ্যাকাথনটি অনুষ্ঠিত হয়।

অধ্যাপক এমেরিটাস ও উপদেষ্টা C3ER ব্র্যাক বিশ্ববিদ্যালয় ড. আইনুন নিশাত এর সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক C3ER ব্র্যাক বিশ্ববিদ্যালয় মিস রওফা খানম ডেপুটি চিফ অব পার্টি, নবপল্লব ও ডেপুটি ডিরেক্টর, কেয়ার বাংলাদেশ মি. মৃত্যুঞ্জয় দাস, সিনিয়র গবেষণা সহযোগী C3ER ব্র্যাক বিশ্ববিদ্যালয় মি. ইশতিয়াক ইবনে রউফ মিস শারমিন নাহার নিপা, কোঅর্ডিনেটর (রিসার্চ), C3ER ব্রাক বিশ্ববিদ্যালয় চিফ অব পার্টি নবপল্লব কেয়ার বাংলাদেশ মিস সেলিনা শেলী খান।

হ্যাকাথনে নির্বাচিত ১০টি টিম থেকে ৩০ জন প্রতিযোগী তাদের প্রকৃতি-ভিত্তিক উদ্ভাবনী ধারণা উপস্থাপন করেন। বিচারকদের পর্যালোচনার পর সেরা প্রকল্পগুলো নির্বাচন করা হয় এবং বিজয়ীদের মাঝে ১৫ হাজার টাকার প্রাইজমানি বিতরণ করা হয়।
বিজয়ী দলগুলো হল: থার্স্ট রিলিফ, বায়ো-সল, সিডিও এবং সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থা।

এই আয়োজনের মাধ্যমে প্রকৃতি-ভিত্তিক সমাধান ও তরুণদের জলবায়ু নেতৃত্বে অংশগ্রহণের গুরুত্ব নতুনভাবে আলোচিত হয়েছে। আয়োজকরা ভবিষ্যতেও জলবায়ু অভিযোজনের টেকসই সমাধানে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

প্রকৃতি রক্ষায় আজকের পদক্ষেপই আগামী প্রজন্মের জন্য একটি টেকসই ভবিষ্যত নিশ্চিত করবে!

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি