মো ফেরদৌস মোল্লা বিশেষ প্রতিনিধি,
ইন্দুরকানীতে প্রতিবন্ধি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা তরুন সমাজ সেবক মতিউর রহমান শাহিনকে অনলাইন শিক্ষা কার্যক্রমের প্রযুক্তিতে সহায়তার জন্য শুভেচ্ছা স্মারক দেয়া হল। ১৯ নভেম্বর বৃহষ্পতিবার উপজেলা পরিষদ মাঠে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধমে বৈশ্বিক মহামারি করোনা কালীন অনলাইন পাঠদান পরিচালনার প্রযুক্তিতে সহায়াতার জন্য শুভেচ্ছা স্মারক ও সনদ প্রদান করেন ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার এর পক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মীর এ কে এম আবুল খায়ের । অনুষ্ঠান পরিচালনা করেন ইন্দুরকানী সরকারী কলেজের প্র্রফেসর জনাব মাসুদুজ্জামান।
শুভেচ্ছা স্মারক পেয়ে মতিউর রহমান শাহীন বলেন কৃতজ্ঞতা শিকার করছি যাদের অক্লান্ত পরিশ্রমে ইন্দুরকানী অনলাইন স্কুল প্রতিষ্ঠিত হলে। এবং আজকের এই সুন্দর আয়জনের মাধ্যমে যাদের পরিশ্রমের ফলে ইন্দুরকানী অনলাইন স্কুলের শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে সহযোগিতা করছেন আমাদের উপজেলার শিক্ষার্থিদের জন্য। আমি মনে করি আজকের অনুষ্ঠানের মধ্যেমে ইন্দুরকানী অনলাইন স্কুল আরও একধাপ এগিয়ে গেলো। আমি নিজেকে ভাগ্যবান মনে করছি এইজন্য যে প্রবাসে থেকেও আমার এলাকার কিছু ভালো কাজের সহায়তার সুফল পেলাম। মহান রাব্বুল আলামীন আমার ছোট ছোট চেষ্টা গুলো অব্যাহত রাখার তৌফিক দান করুন।
আজকে যারা অনুষ্ঠানটি আয়োজন করছেন সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই।