অপকর্ম ঢাকতেই শিবির থেকে ছাত্রলীগে অনুপ্রবেশ সুরুজের
আবীর হাসান স্বাধীন কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
এক সময় তুখোড় শিবিরের রাজনীতি করা মামুন হাসান সুরুজ এখন ছাত্রলীগের মিছিল মিটিংয়ে সবার আগে দেখা যায় কিন্তু কেন, খোজ নিয়ে জানাযায় একের পর এক অপকর্মের ফিরিস্তি ঢাকতেই ক্ষমতাসীন দলের সংগঠন ছাত্রলীগের রাজনীতিতে অনুপ্রবেশ করেন মামুন হাসান সুরুজ। এক কথায় এ যেন উড়ে এসে জুড়ে বসে কলা খাওয়ার মতো ঘটনা।
তবে এ বিষয়ে সুরুজ বলেন আমি যখন প্রবাসে থাকি তখন আমার প্রবাসী বন্ধুরা আমার ফেসবুক থেকে জামাত শিবির ও রাষ্ট্রবিরোধী পোস্ট করতো তখন আমি ফেসবুক বিষয়ে তেমন বুঝতাম না। এছাড়া নারী কেলেংকারীর বিষয়ে তিনি বলেন ২৯ জুন একটা মেয়ের সাথে আমি রুমে ছিলাম কিন্তু কোন খারাপ উদ্দেশ্য ছিলো না এমনি গল্প করতে ছিলাম, এছাড়া তিনি মদের বতল হাতের করার ছবির বিষয়ে বলেন প্রবাসে থাকাকালীন একটা বার থেকে সখ করে মদের বতল হাতে করে ছবি তুলেছিলাম, তাছাড়া আমি কখনো নেশা করিনা। এক সময়ের শিবিরের রাজনীতি করা মামুন হাসান সুরুজ তিনি এখনোও ইউনিয়ন ছাত্রলীগের গুরুত্বপূর্ণ পদ প্রত্যাশী।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অনেকেই জানান এই সুরুজ স্থানীয় প্রবীণ নেতাদের সম্মান তো করেই না এবং আমাদের সাথে খারাপ ব্যবহার করে।
এ বিষয়ে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ বলেন অন্য ছাত্র সংগঠন থেকে অনুপ্রবেশকারীর কেও কুষ্টিয়া জেলা ছাত্রলীগের কোন ইউনিটের পদ পাওয়ার আশা করাটা বোকামি। যারা বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে তারাই কেবমতার ছাত্রলীগের রাজনীতি করতে পারবে।
Leave a Reply