সোহেল মিয়া, দোয়ারাবাজার( সুনামগঞ্জ)
সকল প্রতিকূলতা প্রেরিয়ে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নে ওয়াজ মাহফিলে আসছেন মাওলানা ডা. মুফতি এনায়েত উল্লাহ আব্বাসী।
শনিবার ( ৮- জানুয়ারি) ওয়াজ বাস্তবায়ন কমিটি ও আব্বাসী মঞ্জিল বিষয়টি নিশ্চিত করে বলেছে, আগামী ১২ জানুয়ারি বুধবার ড.মুফতি এনায়েত উল্লাহ আব্বাসী নরসিংপুর ইউনিয়নের দ্বীনেরটুক মাদ্রাসার মাঠে মাহফিলে আসবেন। সকাল ১১ টায় উনার বয়ান।
উল্লেখ্য, ২৯ ডিসেম্বর দ্বীনেরটুক মাদ্রাসার মাঠে উক্ত মাহফিলের আয়োজন করা হয়, মাওলানা মুফতি ড. এনায়েতুল্লাহ আব্বাসী এতে প্রধান বক্তা হিসেবে হেলিকপ্টার যোগে উপস্থিত হওয়ার কথা ছিলো। হেলিকপ্টারের সমস্যার কারনে সেদিন আর তিনি আসতে পারেনি। যার ফলে মাহফিল অসমাপ্ত ছিলো। তাই
আগামী ১২ জানুয়ারি ( বুধবার) তিনি আসবেন।