অবসর জনিত কারণে বাংলাদেশ পুলিশ থেকে বিদায় নিলেন অতিরিক্ত আইজিপি(প্রশাসন) জনাব মোঃ মইনুর রহমান চৌধুরী বিপিএম(বার)। স্যারের বয়স ৫৯ বছর পূর্ন হওয়ায়, দীর্ঘ ৩২ বছর চাকুরী জীবনের ইতি টানলেন প্রিয় স্যার।
সপ্তম বিসিএস(পুলিশ) ক্যাডারে উত্তীর্ণ হয়ে ২০ ডিসেম্বর ১৯৮৯ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। পর্যায়ক্রমে পদোন্নতি পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ সুপার, অতিরিক্ত ডিআইজি, ডিআইজি, সর্বশেষ অতিরিক্ত আইজিপি(প্রশাসন) গ্রেড-১ পদে পুলিশ হেডকোয়ার্টারে কর্মরত ছিলেন। স্যারের গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলায়।