নাহিদ মিয়া-মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর থানার কাশিমনগর পুলিশ ফাঁড়ির এ.এস.আই রানা একটি অবৈধ বালুভর্তি ট্রাক্টর শনিবার (২০ মার্চ) আটক করে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে।
এলাকাবাসী জানান, শনিবার ভোরে ধর্মঘর ইউনিয়নের মদিনা মার্কেট এলাকা থেকে চালকসহ একটি অবৈধ বালুভর্তি ট্রাক্টর আটক করে কাশিমনগর পুলিশ ফাঁড়ির দিকে নিয়ে যান এ.এস.আই রানা। কিন্তু রহস্যজনক কারণে পুুলিশ ফাঁড়িতে না নিয়ে চৌমুহনী কাশিমপুর রাস্তা থেকে বালুভর্তি ট্রাক্টরটি ছেড়ে দেয়া হয়।
এ ব্যাপারে কাশিমনগর পুলিশ ফাঁড়ীর এ এস আই রানার সাথে মোবাইল ফোনে বার বার চেস্টা করে যোগাযোগ করা যায়নি।
মাধবপুর থানা ওসি তদন্ত আমিনুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অবৈধ বালুভর্তি ট্রাক্টর ছেড়ে দেওয়ার বিষয়ে আমি কিছুই জানি না, খোঁজ নিয়ে দেখতে হবে।
মাধবপুর সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মহিউদ্দিন জানান, ধর্মঘর চৌমুহনীতে কোনো বৈধ বালুমহাল নেই। নতুন করে ইজারা দেওয়া হয়নি।