মোঃ জাহিদ হোসেন ইমরান
রায়পুর উপজেলা প্রতিনিধি
সচেতনতামূলক বিলবোর্ড স্থাপনের কার্যক্রম।
কথায় আছে- "প্রচারেই প্রসার"! তাই গ্রাম আদালত কি, গ্রাম আদালতের এখতিয়ার, গ্রাম আদালতের গঠন, মামলা দায়ের পদ্ধতি, মামলা দায়ের ফি, বিচার প্রক্রিয়া, আপীল এবং মামলা নিষ্পত্তি প্রক্রিয়া সম্পর্কে সাধারণ জনগনকে জানাতে এবং তৃণমূলে অপরাধ দমন করার প্রয়াসে গ্রাম আদালত সক্রিয়করণে উপজেলা নির্বাহী অফিসার জনাব সাবরীন চৌধুরীর পরিকল্পনা এবং উদ্যোগে রায়পুর উপজেলার ১০টি ইউনিয়নে স্থাপন করা হয়েছে- তৃণমূলে "গ্রাম আদালত" সক্রিয়করণে সচেতনতামূলক বিলবোর্ড"।
গত ০৬ জুলাই, ২০২১ রায়পুর উপজেলার ০৫নং চরপাতা ইউনিয়নে এ বিলবোর্ড স্থাপনের শুভ সূচনা করেন লক্ষ্মীপুর জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব মোঃ আনোয়ার হোছাইন আকন্দ স্যার । এরই ধারাবাহিকতায় গত ০৯/০৮/২০২১ তারিখ রায়পুর উপজেলার ১০টি ইউনিয়নে সম্পন্ন করা হয়েছে ।