মাহাবুব আলম ঠাকুরগাঁও প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ে লকাউনে ক্ষতিগ্রস্থ অসহায় ও দুস্থদের মাঝে বাজার মূল্যের চেয়ে ৫০% ছাড়ে নিজস্ব উদ্যোগে খাদ্যসামগ্রী দিচ্ছেন জেলার স্বেচ্ছাসেবী সংগঠন হাসিমুখ। সংগঠনটির এমনি মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তাদের পাশে দাঁড়ালেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজমুল হুদা শাহ্ এ্যাপোলো।
৮ জুলাই বৃহস্পতিবার দুপুরে স্বেচ্ছাসেবী সংগঠনটির সুবিধার্থে সংগঠনটির সভাপতি আল আসমা উল হুসনা হাতে খাদ্যসামগ্রী তুলে দেন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো। খাদ্যসামগ্রীর মধ্যে ছিলেন,দুই বস্তা চাল,এক বস্তা আটা,১০ কার্টুন বিস্কুট, ১কার্টুন সাবান।
এসময় স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি এ.জে.এম মাসুম বিল্লাহ,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পদাক স্বপন কুমার ঘোষ,সাংবাদিকতা ও গণসংযোগ বিষয়ক সম্পাদক জুয়েল ইসলাম শান্ত,সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মিঠুন,পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নূর ইসলাম তালাশ,হাসিমুখ সংগঠনটির সভাপতি আল আসমা উল হুসনা মিঠুন সহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে গত শুক্রবার ২ জুলাই শহরের সমবায় মার্কেটের সামনে ৫০% ছাড়ে খাদ্যসামগ্রী প্রদান করে দোকানের উদ্বোধন করা হয়। ভর্তুকি এই দোকানে খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, চাল, ডাল, লবন, আলু, ডিম, সোয়াবিন তেল, আদা, রসুন, পেঁয়াজ, মসলা, সাবান, সবজিসহ বিভিন্ন মুদি সামগ্রী।খাদ্যসামগ্রীর পাশাপাশি ফ্রি ওষুধ দেওয়া হচ্ছে ভোক্তাদের।
জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নাজমুল হুদা শাহ এ্যাপোলো বলেন,করোনার এই মহামারি সময়ে জেলা স্বেচ্ছাসেবী সংগঠন হাসিমুখ যেভাবে অসহায়দের পাশে দাঁড়িয়ে তাদের জানাই ধন্যবাদ। শুনেছি তারা এর আগেও অসহায়দের নিয়ে কাজ করেছে। তাদের এই কার্যকলাপকে সাধুবাদ জানিয়ে আমি আজ কিছু খাদ্যসামগ্রী দিয়েছে যাতে করে তাদের কিছুটা উপকার হয়। আমি আশা করবো এই সংগঠনটির মাধ্যমে জেলা বিত্তবানরা এগিয়ে আসবে। তাহলেই আমাদের সমাজের অসহায়দের জন্য অনেক উপকার হবে।
Leave a Reply