1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
অ্যালার্জি কি? কেন হয় ও অ্যালার্জির চিকিৎসা । - dainikbijoyerbani.com
মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০১:২০ পূর্বাহ্ন
ad

অ্যালার্জি কি? কেন হয় ও অ্যালার্জির চিকিৎসা ।

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১
  • ১২৩ Time View

অ্যালার্জি কি? কেন হয় ও অ্যালার্জির চিকিৎসা ।

অ্যালার্জি শব্দটি অতিপরিচিত, কিন্তু এ নিয়ে ভুল ধারণারও শেষ নেই। অ্যালার্জির কোনো নির্দিষ্ট কারণ নেই। পৃথিবীর সব জিনিসই অ্যালার্জির কারণ হতে পারে। কারও কারও ঠোঁটে লিপস্টিক দিলে হয়, আবার কারও লোশন, শ্যাম্পু, সাবান ব্যবহারেও অ্যালার্জি হয়। কাজল, চুলের রং থেকেও অনেকের অ্যালার্জি হয়। মাথায় হলে চুলের গোড়া ভীষণ চুলকায় ও কপালের চারপাশ ফুলে ওঠে। যাঁদের বংশে হাঁপানি, একজিমা বা অ্যালার্জির সমস্যা আছে, তাঁদের অ্যালার্জির প্রবণতা তুলনামূলক অন্যদের চেয়ে বেশি। এমনকি দুশ্চিন্তাতেও অ্যালার্জি হতে পারে।

সাধারণত অ্যালার্জি হলে হঠাৎ শরীরে দানা ওঠা শুরু হয় বা শরীরে বিভিন্ন স্থানের ত্বক লাল চাকা চাকা হয়ে ফুলে যায় এবং সেই সঙ্গে প্রচণ্ড চুলকানি থাকতে পারে। অনেক সময় সারা শরীরও ফুলে যায় এবং শ্বাসকষ্ট, বমি, মাথাব্যথা, পেটব্যথা, অস্থিসন্ধি ব্যথা, পাতলা পায়খানা ইত্যাদি হয়।

আর্টিকেরিয়া
আর্টিকেরিয়ার ফলে ত্বক লালচে হয়ে ফুলে ওঠে এবং ভীষণ চুলকায়। ত্বকের গভীর স্তরে হলে মুখে, হাত-পা ফুলে যেতে পারে। আর্টিকেরিয়ার কারণে সৃষ্টি ফোলা অংশগুলো মাত্র কয়েক ঘণ্টা স্থায়ী থাকে কিন্তু কখনো কখনো বারবার হয়। যেকোনো বয়সে আর্টিকেরিয়া হতে পারে।

সংস্পর্শজনিত ত্বক প্রদাহ
সংস্পর্শজনিত অ্যালার্জিক ত্বক প্রদাহ বা অ্যালার্জিক কনটাক্ট ডারমাটাইটিসে চামড়ার কোথাও কোথাও শুকনো, খসখসে, ছোট ছোট দানার মতো ওঠা। এর ফলে সাধারণত ত্বকে ছোট ছোট ফোসকা পড়ে।

পানিজনিত অ্যালার্জি
এ ধরনের অ্যালার্জি পানির কারণে হয়ে থাকে। পানি শরীরে লাগলে বা গোসলের পর শরীর বা ত্বক চুলকায় এবং শরীর লাল হয়ে ওঠে। একে অ্যাকুয়োজেনিক আর্টেকেরিয়া বলে। পানির সংস্পর্শে এলে যাঁদের অসুবিধা দেখা দেওয়া বা অ্যালার্জির লক্ষণ দেখা দেয়, তাঁরা গোসল করার আগে সারা শরীরে তেল মেখে নিতে পারেন। তাতে এ অ্যালার্জির প্রকোপ কমে আসবে।

একজিমা
একজিমা বংশগত চর্মরোগ, যার ফলে ত্বক শুষ্ক হয়, চুলকায়, আঁশটে ও লালচে হয়। খোঁচানোর ফলে ত্বক পুরু হয় এবং কখনো কখনো উঠে যায়। এর ফলে ত্বক জীবাণু দ্বারা আক্রান্ত ত্বক থেকে চুইয়ে চুইয়ে পানি পড়ে এবং দেখতে ব্রণে আক্রান্ত বলে মনে হয়। এটা সচরাচর বাচ্চাদের মুখে ও ঘাড়ে এবং হাত ও পায়ে বেশি দেখা যায়।

অ্যালার্জির প্রাথমিক ও তাত্ক্ষণিক চিকিত্সা হিসেবে ওরাল, টপিকাল অথবা ইনজেক্টেবল ওষুধ দেওয়া যেতে পারে। তবে সঠিক ও উপযুক্ত চিকিত্সার পূর্বশর্ত অ্যালার্জি সৃষ্টিকারী কারণটি খুঁজে বের করতে হবে এবং যথাসম্ভব তা এড়িয়ে চলতে হবে।
পাশাপাশি অ্যালার্জির কারণ হতে পারে, এমন সব খাবার যেমন চিংড়ি, ইলিশ মাছ, গরুর মাংস, ডিম, বেগুন ইত্যাদি খাবার পরিহার করতে হবে।
যাঁদের ত্বক সংবেদনশীল, তাঁরা দেখেশুনে প্রসাধনসামগ্রী পণ্য ব্যবহার করুন। যে প্রসাধনে সমস্যা হয়, তা ব্যবহার বন্ধ করে দিন। অনেক দিন ধরে ঘরে রাখা কোনো প্রসাধনী ব্যবহার করবেন না। ত্বক সব সময় পরিষ্কার রাখুন।

ডা. মো: সাইফুল আলম
এম.ডি. (রুদেন ইউনিভার্সিটি ) রাশিয়া।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি