আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা মধ্যে দিয়ে নরসিংদীর স্থগিত ৪ কেন্দ্রের ভোটগ্রহণ চলছে
আশরাফুল ইসলাম সবুজঃ
নরসিংদী পৌরসভার স্থগিত চার কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি লক্ষ্য করার মতো।
চতুর্থ ধাপে গত ১৪ ফেব্রুয়ারির নির্বাচনে ব্যালট ছিনতাইসহ নানা অনিয়মের অভিযোগে স্থগিত হওয়া নরসিংদী পৌরসভার ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে চারটি কেন্দ্রে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
ইউএমসি আদর্শ উচ্চ বিদ্যালয়ে তিনটি এবং বৌয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় একটিসহ মোট চারটি কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে। এই চার কেন্দ্রে মোট ৯ হাজার ১৩৭ জন ভোটার তাদের ভোটারাধিকার প্রয়োগ করবেন। এসবের বিপরীতে ৪ জন মেয়র প্রার্থী, ৯ জন কাউন্সিলর এবং ৫ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন।
স্থগিত হওয়া এই নির্বাচনকে কেন্দ্র করে একজন নির্বাহী ম্যাজিট্রেটের নেতৃত্বে দুই প্লাটুন বিজিবি, তিনটি মোবাইল টিম, দুটি স্ট্রাইকিং ফোর্স, দুই প্লাটুন র্যাব এবং তিন শতাধিক পুলিশ নিয়োজিত আছেন।
কেন্দ্র ঘুরে দেখা গেছে, নারী ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। স্কুলের প্রধান ফটক থেকে শুরু হয়ে ভোটারদের সারি মূল সড়কে চলে গেছে।
উচ্ছ্বাস প্রকাশ করে আফসানা ওয়ারিফ নামে এক ভোটার বলেন, ভোট দিতে কোনো সমস্যা হয়নি। বিশেষ করে অনেক নারী ভোটার এসেছেন।
আলকাস গাজী ভোট দিতে এসেছেন ইউএমসি কেন্দ্রে। তিনি বলেন, গত ১৪ তারিখ ভোট দিতে পারিনি। মারামারিও হইছে। আজকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে ভালো লাগছে।
ছবিটি নরসিংদী ইউএমসি আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তোলা।এদিকে প্রতিবন্ধী ভোটারদের ভোটকেন্দ্রে আসতে সাহায্য করছেন পুলিশ। ইউএমসি কেন্দ্রে মোহাম্মদ মিজান নামে এক প্রতিবন্ধী ভোটার পুলিশের গাড়িতে করে ভোট দিতে এসেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার ইনামুল হক (প্রশাসন) এ সহায়তা কার্যক্রম দেখাশোনা করছেন। কথা হয় ইনামুল হকের সঙ্গে। তিনি বলেন, অনেকেই শারীরিকভাবে অক্ষম। হাঁটাচলা করতে পারেন না। তাদের ভোট নিশ্চিত করতেই আমাদের এই উদ্যোগ।
জেলা রিটার্নিং কর্মকর্তা কমল কুমার ঘোষ ঢাকা পোস্টকে জানান, কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রতিটি কেন্দ্র গত তিনদিন ধরে নজরদারির আওতায় ছিল। আশা করছি ভোটাররা সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।