টি. এ. শাহীন || নিজস্ব প্রতিবেদকঃ
বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নির্বাচনী প্রচারণায় বলেছিলেন "১০ টাকায় চাল পাবেন"। সেই দিনের ঘোষনার পর থেকে এখনো বিরতিহীন ভাবে রেশন কার্ডের মাধ্যমে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ করে আসছে সরকার। ডিলারদের মাধ্যমে এ চাল পৌছানো হচ্ছে সাধারন মানুষের কাছে । প্রতি মাসে ৩০ কেজি করে ১০ টাকায় চাল পেয়ে খুশি সুবিধা ভোগীরা। ।
লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত সফল চেয়ারম্যান আবুল কাশেম মিয়ার অত্যন্ত আস্থাভাজন, লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সফল সভাপতি মোফাজ্জাল হায়দার এমনই একজন ডিলার (১০ টাকা কেজি দরে চাল বিতরণকারী) ।
যিনি বেশ কয়েক বছর ধরে দলমত নির্বিশেষে লর্ডহার্ডিঞ্জ বাসীর মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিতরণের কাজ করে যাচ্ছেন। বাস্তবায়ন করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যার স্বপ্ন ও ঘোষনাকে।
সাধারন মানুষের সুখে দুখে তিনি বাড়িয়ে দিচ্ছেন তার সাহায্যের হাত। লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের সকল উন্নয়নমূলক কাজে বরাবরই চেয়ারমান আবুল কাশেম মিয়ার পাশে ছিলেন মোফাজ্জাল হায়দার।
লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের এই কিংবদন্তি সভাপতির কাছে দলমত, ধর্ম,বর্ণ বলে কোন কথা নেই। তার নেতা আবুল কাশেম মিয়ার নির্বাচনী এলাকার জনগন এটাই তার কাছে বড় পরিচয়।
বিগত দিনগুলোতে তিনি লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের মানুষের মনে তার কাজের মাধ্যমে জায়গা করে নিয়েছেন। তাই সামনের দিনগুলোতেও আবুল কাশেম মিয়াকে চেয়ারমান করে মোফাজ্জাল হায়দারকে পাশে চাঁন লর্ডহার্ডিঞ্জ ইউনিনের সাধারন মানুষ।