বগুড়া প্রতিনিধিঃ
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযান
বুধবার (২৬ এপ্রিল ২৩ইং) সকাল ১১ টার দিকে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক(অতিরিক্ত সচিব) মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক মহোদয়ের সহযোগিতায় বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ইফতেখারুল আলম রিজভী এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়া এর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জনাব মো: রাসেল কর্তৃক একটি যৌথ অভিযান পরিচালিত হয়।
বগুড়া জেলার সদর উপজেলার থানা মোড় এলাকায় আকবরিয়া গ্রান্ড হোটেল এন্ড জামান ক্যাফে এন্ড রেস্টুরেন্ট এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে আকবরিয়া গ্রান্ড হোটেল এন্ড রেস্টুরেন্টকে বাসি মিষ্টি, মাখন বিক্রয় ও সংরক্ষণ, মেয়াদহীন রসমলাই বিক্রয়, অপরিষ্কার অপরিচ্ছন্নতা, নোংরা ফ্রিজিং ব্যাবস্থা, অপরিচ্ছন্ন খাবার সংরক্ষণরুম থাকার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া কর্তৃক ৩,০০,০০০/-(তিন লক্ষ) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
জেলা নিরাপদ খাদ্য অফিস এবং জেলা স্যানিটারি ইন্সপেক্টর, জেলা পুলিশের দুটি চৌকশ দল সহযোগীতা করেন।
জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।
Leave a Reply