বায়জিদ হোসেন, মোংলাঃ
আগস্ট মাস এলেই সকল অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠে। যে কারনে এ মাস এলেই স্বাধীনতার পক্ষের সকল শক্তির হৃদয় স্পন্দন অজানা আতংকে কেঁদে উঠে। জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্যে দিয়ে ঘাতকরা বঙ্গবন্ধুর আদর্শ ও আওয়ামী লীগকে ইতিহাসের পাতা থেকে নিশ্চিহ্ন করতে চেয়েছিলো। কিন্তু আজ ঘাতকরাই ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। রবিবার (২৮ আগষ্ট) বিকেল ৫ টায় উপজেলার মিঠাখালী ইউনিয়ন আওয়ামীলীগ ও এর সকল সহযোগী সংগঠনের আয়োজনে ইউনিয়নের ঠোটারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদত বার্ষিকীর শোকসভা ও দোয়া মাহফিলে বক্তার এ কথা বলেন। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু প্রতিশ হালদার'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হাওলাদার'র সঞ্চালনায় সভায় বক্তৃতা রাখেন, বাগেরহাট জেলা আ'লীগের দপ্তর সম্পাদক বাবু অম্বরিশ রায়, সাংগঠনিক সম্পাদক মো. নাজিবুল হক নজু, মোংলা উপজেলা অ'লীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম হোসেন, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মো. তারিকুল ইসলাম, মিঠাখালী ইউপি চেয়ারম্যান উৎপল কুমার মন্ডল, উপজেলা আ'লীগের সহ-সভিপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাহামুদ হাছান ছোটমনি, উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. ইস্রাফিল হাওলাদার, পৌর যুব মহিলা লীগের সভাপতি সুমীলীলা, চাঁদপাই ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান, মোংলা পৌর ২ নং ওয়ার্ডের কাউন্সিলর এইচ,এম শরিফুল হাওলাদার, উপজেলা কৃষকলীগ'র সভাপতি মো. শাহাজান সিদ্দিকী, উপজেলা সেস্বাসেবকলীগের সভাপতি ইমরান বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সভাপতি শিকদার ইয়াছিন আরাফাত, সাধারণ সম্পাদক সজীব খাঁন, ইউনিয় যুবলীগের সাধারণ সম্পাদক মো. মুজিবুর রাহমান, সাবেক ইউপি সদস্য আরিফ ফকির, ছাত্রলীগ নেতা হেলাল হাওলাদার, প্রমূখ। আয়োজিত শোক সভায় উপজেলা ও পৌর আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় ৭৫’ পরবর্তী সময়ের স্মৃতিচারণ করে বক্তারা বলেন, সেদিন জেলখানায় কেউ নিরাপদ ছিলেন না। সেখানে স্বাধীনতা বিরোধী ও ৭৫’র ঘাতকচক্র এদেশের স্বাধীনতা বিপন্ন করতে এবং পাকিস্তানি কায়দায় দেশ চালাতে নানা ধরনের লিফলেট বিতরণ করতো। বক্তারা বলেন, যখন সদ্য স্বাধীন দেশ পুনর্গঠনে আত্মনিয়োগ করে দেশকে উন্নয়নের দিকে ধাবিত করছিলেন, ঠিক সেই সময় বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করা হয়। এ হত্যাকান্ডের মধ্যে দিয়ে বঙ্গবন্ধুর আদর্শ ও আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করা হয়। কিন্তু দীর্ঘ ২১ বছর বঙ্গবন্ধুর আদর্শকে ধারন করে তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। আজ বঙ্গবন্ধুর আজীবন লালিত স্বপ্ন সোনার বাংলা গড়তে শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে চলেছেন। বিশ্বের বুকে দেশ আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। উন্নয়নের শিখরে আরোহন করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। এর আগে ইউনিয়নের সকল ওয়ার্ড থেকে শোক র্যালী এসে জড় হয় সভা স্থলে, পরিনত হয় জনসমুদ্রে। শেষে বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধু পরিবারের সদস্য সহ ‘৭৫-এর ১৫ আগস্ট শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশ ও জাতির সার্বিক উন্নয়ন ও অগ্রগতি কামনা করা হয়। পরে উন্নত মানের খাবার বিতরণ করা হয়।