———————————–
আগামী ২০মার্চ বুধবার প্রয়াত রাষ্ট্রপতি, মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ভাষা সৈনিক, আওয়ামী লীগের সাবেক একাধিক বার সাধারণ সম্পাদক এবং ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোঃ জিল্লুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী।
এ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সহ অন্যান্য সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
২০ মার্চ সকালে বনানী কবরে শ্রদ্ধা জ্ঞাপন। সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে জিল্লুর রহমান পরিষদের উদ্যোগে আলোচনা সভা: প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পররাষ্ট্র মন্ত্রী ড, হাছান মাহমুদ এমপি, অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড,আ আ ম স আরেফিন সিদ্দিক। ঐ দিন বিকালে গুলশান আইভি কনকর্ড প্রয়াতের বাসভবনে দোয়া মাহফিল।
২১ মার্চ বৃহস্পতিবার সকাল ১১ জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে (রাউন্ড টেবিল) জিল্লুর রহমান মৃত্যুবার্ষিকী পালন কমিটির উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি: বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী এমপি। আলোচনায় অংশ নেবেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং মন্ত্রীবর্গ।
সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি আওয়ামী লীগ নেতা এম এ করিম।
Leave a Reply