1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. hasan@dainikbijoyerbani.com : Hasan :
  3. zakirhosan68@gmail.com : dev : dev
আধুনিক ওয়ার্ড গড়ার পরিকল্পনা নিয়ে কাউন্সিলর প্রার্থী নাজমুন্ নাহার লাকির নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে - dainikbijoyerbani.com
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৫:০১ পূর্বাহ্ন
ad

আধুনিক ওয়ার্ড গড়ার পরিকল্পনা নিয়ে কাউন্সিলর প্রার্থী নাজমুন্ নাহার লাকির নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ২০২ Time View

এস এম নওরোজ হীরা বরিশাল
১২ ই জুন আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা পার করছেন সকাল থেকে মধ্যরাত। ওয়ার্ডের সকল স্তরের মানুষের কাছে ছুটে বেড়াচ্ছেন প্রার্থীরা। পাড়া মহল্লায় অলিতে গলিতে চায়ের দোকানে সাধারণ ভোটারদের মুখে একটি কথা উঠে আসছে আগামী পাঁচ বছরের জন্য বরিশাল নগরীর সংরক্ষিত মহিলা ৪ নং আসন অর্থাৎ ১০ ১১ ১২ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের কমিশনার পদপ্রার্থী নাজমুন নাহার লাকিকে নির্বাচিত করলে ঐ তিন ওয়ার্ডের অনেক উন্নয়ন সম্ভব হবে। ১০/১১ ও ১২ নং ওয়ার্ডের ভোটারদের মুখে একই কথা নাজমুন নাহার লাকি দুখে ছিলেন এবং পাশে থাকবেন এলাকার উন্নয়ন করবেন।
১০ নং ওয়ার্ডে গণ সংযোগ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে নাজমুন নাহার লাকি জানান মানুষের দ্বারে দ্বারে গিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছি । জনগণের ভালো সাড়া পাচ্ছি ওয়ার্ড বাসি যদি আমাকে আগামী ১২ই জুন আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে। ইনশাল্লাহ আমি আমার চার আসনে নির্বাচিত হলে আমার কার্যালয় থাকবে সবার জন্য সারাদিন উন্মুক্ত। প্রতিটি বাড়ি থেকে ময়লা আবর্জনা সংগ্রহ, নারীর প্রতি সহংসিতা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, মাদক ও চাঁদাবাজি নির্মূলে পদক্ষেপ, চারিত্রিক সনদ, নাগরিকত্ব সনদ, ওয়ারিশ সনদ, নাগরিকত্ব সনদ সহ সকল প্রকার সত্যায়ন ২৪ ঘন্টার মধ্যে দেওয়ার ব্যবস্থা করব। ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে স্বল্প খরচে ভ্যান চলাচলের ব্যবস্থা, মহল্লার ভিতরে আলোর পর্যাপ্ত ব্যবস্থা, অসচ্ছল নারীদের জন্য কম্পিউটার ট্রেনিং, শিল্প কারিগরি প্রশিক্ষণ দিয়ে উপযুক্ত কর্মসংস্থানের পথ সুগম করব ইনশাল্লাহ ।
নাজমুন নাহার লাকি বলেন আমি নির্বাচিত হলে প্রথমে ৩ ওয়ার্ডে আমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। বিগত দিনে যারা নির্বাচিত হয়েছেন তারা অসচ্ছল কোন নারীরই তেমন উন্নয়ন করেননি আমি এদিকে সজাগ দৃষ্টি রাখবো। নাজমুন নাহার লাকি বলেন ১০-১১ এবং ১২ নম্বর ওয়ার্ডে ড্রেনেজ ব্যবস্থা তেমন একটা ভালো না, পাড়া মহল্লার রাস্তা তেমন একটা উন্নয়ন হয়নি। লাকি বলেন ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকার কারণে পাড়া মহল্লায় পানি জমে যায়, পানি বাড়ি ঘরে ঢুকে যায় , জনগণের ভোগান্তি বাড়ে, এ সকল সব সমস্যার সমাধান করব ইনশাল্লাহ।
নাজমুন নাহার লাকি বলেন আমি নির্বাচিত হলে ১০-১১ এবং ১২ নম্বর ওয়ার্ডের অসহায় রোগীদের জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করব। এলাকার যুব সমাজের জন্য যাতে অন্য পথে ধাবিত না হয় এজন্য আমি মানসম্মত খেলাধুলার ব্যবস্থা করব। ১০-১১এবং ১২ নম্বর ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি শক্তিশালী কিটি গঠন করে মাদক এবং সন্ত্রাস নির্মূলের জন্য আপ্রাণ চেষ্টা করব। গণসংযোগ কালে নাজমুন নাহার লাকির সাথে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ , স্কুল কলেজের ছাত্র-ছাত্রীসহ অসংখ্য নারী পুরুষ সমর্থক তার সাথে ছিলেন।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি