আনারসের রাজধানীতেই আনারসের দামে আগুন
।।রাঙামাটি প্রতিনিধি।।
আনারসের রাজধানী খ্যাত রাঙামাটির নানিয়ারচর উপজেলা। এবার অনাবৃষ্টির ফলে আনারসের গঠন আকারে ছোট। মৌসুমের শুরুতে দাম কম থাকলেও হঠাৎ আনারসের দামে আগুন।
উপজেলার বগাছড়ি এলাকায় সরেজমিনে দেখা যায়, আনারসের ফলন ছোট হলেও হঠাৎ চাহিদা বেড়েছে। ফলন ছোট হওয়ায় দাম তেমন বেশি পেলেও আকারে একটু বড় ফলন হলেই দাম যেন আকাশচুম্বী।
স্থানীয় ব্যবসায়ী মোঃ শহিবুল ইসলাম জানায়, স্থানীয় আনারস চাষি মোঃ তাজুল ইসলাম থেকে সে ২০হাজার আনারস কিনেছে। আনারস প্রতি দাম ধরা হয়েছে ১২টাকা। আকারে বড় হওয়ায় ফল কেটে রাস্তাই তুলতেই সেই আনারসের দাম জানতে চাই ব্যবসায়ীরা। ৩০টাকা দাম হাকলেও পরে ২৪টাকায় বিক্রি হয়েছে তার আনারস।
স্থানীয় অপর চাষি রবিউল ইসলাম জানায়, এবছর অনাবৃষ্টির ফলে ফলন তুলনামূলক ছোট হয়েছে। তবে আকারে সামান্য বড় হলেই অনেক ভাল দাম পাওয়া যাচ্ছে। আগের তুলনায় যাতায়াত ব্যবস্থা ভাল হওয়ায় বাগান থেকেই চাষিরা বিক্রি করছেন তাদের মৌসুমী ফল।
এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ইমতিয়াজ আলম জানান, উপজেলার আনারস চাষিরা আগের তুলনায় অনেক ভাল দাম পাচ্ছে। আগে ঢাকা চট্টগ্রাম থেকে ফল বিক্রি করে অনেক চাষিই মাথায় হাত দিয়ে বাড়ি ফিরত। কিন্তু এখন কৃষি বিভাগের পরামর্শ ও উন্নত আড়াআড়ি পদ্ধতিতে চাষ হচ্ছে আনারস। ফলে কৃষকরা ভাল দাম পাচ্ছে। যদিও এবার অনাবৃষ্টির ফলে ফলন আকারে কিছুটা ছোট হয়েছে। তবে সরকারীভাবে কিছু প্রকল্প গ্রহন করলে আনারস চাষিরা ব্যপক লাভবান হবে।
Leave a Reply