মোহাম্মদ ফিরোজ,
মধ্যপ্রাচ্য প্রতিনিধি এক জন প্রবাসী মানে একটি বাংলাদেশ আর আপনার ব্যবহার ও কর্মকান্ডে নির্ভর করছে বাংলাদেশের সম্মান জেদ্দা যুবলীগের সভাপতি ও জেদ্দা আওয়ামী পরিবারের সমন্বয়ক এডভোকেট মাহমুদ হাসান শামীম এর আকস্মিক মৃত্যুতে ফ্রেন্ডস অব বাংলাদেশ জেদ্দার শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড.জাবেদ পাটোয়ারী বিপিএম প্রবাসীদের উদ্দেশ্যে এই আহ্বান জানান।
১৫ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ২১শে আগষ্টের সকল শহীদদের এবং সদ্য প্রয়াত যুবলীগ নেতা মাহমুদ হাসান শামীম এর প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, বঙ্গবন্ধু জন্ম হয়েছিল বলে পেয়েছি একটি "লাল সবুজের পতাকা" পেয়েছি আমি আপনি একটি দেশ, আজ সেই দেশের পাসপোর্ট বহন করছি আমরা। বঙ্গবন্ধুর সুযোগ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অক্লান্ত প্রচেষ্টায় বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে উন্নয়নশীল দেশে পরিণত করেছে। বিশ্বের বুকে বাংলাদেশ আজ একটি রোল মডেল।খবর বাপসনিউজ।
প্রবাসীদের সৌদি আরবের কোভিড-১৯ আইন ও সৌদিআরবে সকল আইন শৃঙ্খলা মেনে কাজ করার আহ্বান জানিয়ে মরহুম এডভোকেট মাহমুদ হাসান শামীম এর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি ।
ফ্রেন্ডস অব বাংলাদেশ জেদ্দার সভাপতি ওয়াজীউল্লাহ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. জাবেদ পাটোয়ারী বিপিএম, বিশেষ অতিথি ছিলেন জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল নাজমুল হক। এতে বাংলাদেশ থেকে ভার্চুয়ালি কনফারেন্সে যোগ দিয়ে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি, পানি সম্পদ উপমন্ত্রী একে এম এনামুল হক শামীম, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
শিক্ষামন্ত্রী এডভোকেট মাহমুদ হাসান শামীম এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেন, আমি যতবার সৌদি আরব গেছি শামীম সবসময়ই প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরতেন এবং সবসময়ই আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকান্ড শক্তিশালী করতে জেদ্দায় আওয়ামী পরিবারের সমন্বয়ক এর দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে আমরা গভীর শোকাহত।
এতে বক্তব্য রাখেন রিয়াদ ফ্রেন্ডস অব বাংলাদেশ এর সভাপতি ড.রেজাউল করিম, খ, ম জসিম, মোকলেসুর রহমান, হাবিবুর রহমান, মাসুদ হাসান, ওমর তাতী, রনি মাঝি, নিরব,সাইফুল ইসলাম, সেকান্তর প্রধানিয়া, ইব্রাহিম বেপারী ও জেদ্দা আওয়ামী পরিবারের দশ সংগঠনের নেতৃবৃন্দ সহ ফ্রেন্ডস অব বাংলাদেশ জেদ্দা মহানগর শাখার নেতৃবৃন্দরা।
শোক সভা ও দোয়া মাহফিলে সার্বিক সহযোগিতায় ছিলেন ফ্রেন্ডস অব বাংলাদেশ জেদ্দা মহানগরের যুগ্ম সম্পাদক নাঈম উদ্দিন, একরামুল হক ও বোরহান উদ্দিন প্রমুখ ।
অনুষ্ঠানে শেষে ১৫ই আগস্টের শাহাদাৎ বরণ কারি বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল সদস্যদের এবং মরহুম এডভোকেট মাহমুদ হাসান শামীম এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয় ।