আমতলী(বরগুনা)প্রতিনিধি:
বরগুনার আমতলীর সদর ইউনিয়নের শারিকখালী মাইঠা বাজার ওপশ্চিমচিলা খালে অবৈধ ভূমিহীন বন্দোবস্ত লিজ বাতিলের দাবিতে মানববন্ধনওবিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় ভুক্তভোগী ব্যবসায়ী ও কৃষকরা।মঙ্গলবার সকাল ১১টায় ইউনিয়নের শারিকখালী মাইঠা উচু কালভার্টসলগ্ন বাজারে ব্যাবসায়ী ও কৃষকদের আয়োজনে মাইঠা বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনেও বিক্ষোভ মিছিলে অংশগ্রহনকারীরা বলেন, উপজেলার ঐতিহ্যবাহী শারিকখালী মাইঠা বাজার ও পশ্চিমচিলা খালে ভুমি অফিসের অসাধু কর্মর্তাদের যোগসাজসে লতিফ খন্দকার পিতা হাসেম খন্দকার, হাচোন বানু, ইমাম হোসেন, নাজমুল হাসান মিঠু, ওলি উল্লাহ খন্দকার, বশির খন্দকার নামের ব্যক্তিরা মাইঠা বাজার বন্দোবস্ত কেস নং ১১৮/আম ২০১১-২০১২ নং ৮০ আম ২০১১/২০১২ নং কেস এর মাধ্যমে বাজার সলগ্ন গ্রামবাসীর কবরস্থান ও বন্দোবস্তনেন গ্রহিতারা।
বাজার সলগ্ন পশ্চিমচিলা খালের পাড়ে গ্রাম বাসীর অনেক আগের পুরাতন কবরস্থান বাড়ী ঘর মাইঠাবাজার দখল করার পায়তারা করতেছে বন্দোবস্ত গৃহিতারা। বন্দোবস্ত গ্রহিতাদের দখলচেষ্টায় অসহায় হয়ে পড়েছে মাইঠা বাজারের শতাধিক ব্যবসায়ী পশ্চিমচিলা খালের পাড়ের ব্যবসায়ীরা ।
বন্দোবস্ত গ্রহিতারা পশ্চিচিলা খাল বাঁধ দেওয়ায় আমন মৌসুমে অনাবধি থাকবে হলদিয়া ও আমতলী সদর ইউনিয়নের ৫০০ এক কৃষি জমি । এ ছাড়াও বন্দোবস্ত গ্রহিতা লতিফ খন্দকার ভুমিহীন নয় তার ও তার স্ত্রীর নামে রেকর্ডিও সম্পত্তি রয়েছে। চলাভাঙ্গা মৌজায় ৬৮৬ নং খতিয়ানে ৯৬.৯৭ একর তার স্ত্রী ৬৪.২৮ একর সম্পত্তি রয়েছে। যা ভুমিহনি বন্দোবস্ত নীতিমালা ানুসাওে সম্পুর্ন অবৈধ।
ভুক্তভোগিরা অবৈধ বন্ধবস্ত বাতিল করে ঐতিহ্যবাহি মাইঠা বাজার পশ্চিমচিলা খাল ও গ্রামবাসীর কবর স্থান রক্ষার জন্য প্রশাসনের উচ্চমহলের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন আমতলী সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য জসিম উদ্দিন, ৬নং ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি আবদুর রশিদ গাজী, আবুল কালাম গাজী, আনোয়ার হোসেন, মজনু হাওলাদার, নাজমাসহ শতাধিক মানুষ।
আমতলী সদর ইউপি চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধা বলেন, পশ্চিমচিলা খালে এই চৈত্রমাসে ৫/৭ ফুট পানি রয়েছে। কিভাবে ভুমি অফিস বন্দোবস্ত দিলো তা জানিনা। বাজার ও পশ্চিচিলা খাল রক্ষার জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মো. আশরাফুল আলম বলেন, সরেজমিন তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।