আমতলী(বরগুনা)প্রতিনিধি: বরগুনার আমতলীতে রবিবার সকাল ১০টায় কৃষি অফিস প্রাঙ্গনে ৩দিন ব্যাপী কৃষি মেলা ও কৃষি প্রনোদনার সার বীজ এবং ৫টি হারভেস্টার মেশিন বিতরনের উদ্বোধন করা হয়। বিতরনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শমভু এমপি। রবিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তর এ মেলা ও বীজ বিতরনের আয়োজন করে।
আমতলী উজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠি কৃষি মেলা ও সার বীজ তিরন অনুষ্ঠানে বিষেশ অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এমএ কাদের মিয়া, আমতলী পৌরসভার মেয়র মো. মতিয়ার রহমান,ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, , কৃষি কর্মকর্তা সিএম রেজাউল করিম, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান, চেয়ারম্যান সমিতির সভাপতি মো. মোতাহার উদ্দিন মৃধা, ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খান, কুকুয়া ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার, গুলিশাখালী ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম, আরপাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যান সোহেলী পারভীন মালা, ইউপি চেয়ারম্যান সোহেলী পারভীন মালা, আমতলী পৌরসভার প্যানেল মেয়র মো. হাবিবুর রহমান প্রমুখ। সভার মাধ্যমে হলদিয়া ইউনিয়নের ১০০০ জন কৃষকের মাঝে উফশী আউশ ধান চাষের জন্য প্রত্যেকে ২০ কেজি সার ও ৫ কেজি করে বীজ বিনামূল্যে প্রদান করা হয়। পরে ধীরেন্দ্র দেবনাথ শমভু এমপি কৃষি অফিস চত্ত¡রে ৩ দিন ব্যাপী কৃষি মেলা ফিতা কেটে (কন্দাল) উদ্বোধন করেন।#