আমার প্রাণপ্রিয় সাংবাদিক ভাই এবং বোনেরা সাংবাদিকতা একটা মহান পেশা।
আবু ইউসুফ নিজস্ব প্রতিবেদকঃ আমার প্রাণপ্রিয় সাংবাদিক ভাই এবং বোনেরা সাংবাদিকতা একটা মহান পেশা মনে রাখতে হবে আর সাংবাদিকতা করলে ঘাটে পথে বাধা আসবেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর রাজকন্যা বলেছেন সাংবাদিকরা তথ্য খুঁজবেই তাহলে আমরা সাংবাদিকরা ভয় কেন করবো ভয়ের কিছু নাই আমার প্রাণপ্রিয় সাংবাদিক
ভাই বোনেরা এবং সেই সব বাধা অতিক্রম করতে হবে।
হায়াত মৌথ আল্লাহ পাকের হতে মনে রাখতে হবে এক মিনিটের সময় থাকতে কেউ কাউকেই মারতে পারেন না তাই সব বাধা অতিক্রম করে এগিয়ে যেতে হবে সব বাধা অতিক্রম করলে তাহলেই সাফল্য আসবেই ইনশাআল্লাহ্।
মনে রাখতে হবে একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না এটা আমার কথা না এই কথাটা বাংলার নায়ক বাংলার হিরো বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান বলে গেছেন সে আপনি হন বা আমি হই বা অন্য কেউ হোক মনে রাখতে হবে বুকের বল বাহু বল।
বঙ্গবন্ধুর উপর কি নির্যাতন হয় নাই হয়েছে তো বঙ্গবন্ধুর উপর যে নির্যাতন গুলো হয়েছে তা এই বাংলার মাটিতে আর কারো উপরে হয় নাই আমি মনে করি বঙ্গবন্ধু কি কারো করে ভয় করেছেন কোনো চাঁদাবাজ বা দুর্নীতি বাজ বা সন্ত্রাসী না কারো করে ভয় করেন নাই বঙ্গবন্ধু কারণ বঙ্গবন্ধুর বুকে ছিলো বল মনে ছিলো সাহস আর সেই সাহস বুকে ধারণ করেই (৩০) লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমাদের কে উপহার হিসাবে দিয়ে গেছেন স্বাধীন বাংলাদেশ।
তাই আমাদের সাংবাদিক ভাই এবং বোনদের কে বলছি সব বাধা অতিক্রম করে এগিয়ে যেতে হবে তাহলেই আমরা সাংবাদিকরা সফল হব ইনশাআল্লাহ্ দশী মিলে করি কাজ হারী যেতে নাহী লাজ এই কথা টা মনে রাখতে হবে আমাদের সাংবাদিকদের।
লেখকঃ আবু ইউসুফ সম্পাদক দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ
আমার লেখায় যদি ভুল হয়ে থাকে তাহলে ভুল ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি।