নিজস্ব প্রতিবেদনঃ-
সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ সংযুক্ত আরব আমিরাত শাখা কমিটির সন্মানিত সফল সাংগঠনিক সম্পাদক, আজীবন ও দাতা সদস্য -"সিলেটোর অভিনন্দিত সন্তান", সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ এর আজীবন ও দাতা সদস্য হাজী সফিকুল ইসলাম কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
আরব আমিরাত সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের আজীবন দাতা সদস্য হাজি শফিকুল ইসলাম আমার জানা মতে, অত্যন্ত সরল প্রকৃতির এই মানুষটি বিদেশে থেকে, দেশ কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে আসছেন বিভিন্ন সামাজিক ও এমন কি দলীয়ভাবে।
তাঁর অবস্থান থেকে, দেশে কিংবা প্রবাসে তাঁর সাধ্য মতো সমাজের নিরিহ- বিপদ গ্রস্হ- সাধারণ মানুষের জন্য কাজ করে করে সিলেট বিভাগ তথা বাংলাদেশ কমিউনিটিতে সবার প্রিয়পাএ হয়ে উঠেছেন।জায়গা করে নিয়েছেন প্রবাসীর মনে মাঝে।
যার ফলশ্রুতিতে আজ দুবাই সরকার কতৃক অনুমোদিত "বাংলাদেশ সমিতি দুবাই এর প্রতিষ্টাতা সাংগঠনিক সম্পাদক এর মর্যাদায় অধিষ্ঠিত হয়ে, সিলেট বিভাগ তথা বাংলাদেশ কমিউনিটি কে গৌরবান্বিত করেছেন।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির সন্মানিত আজীবন সভাপতি ড.সৈয়দ রাগীব আলী, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওয়েছুর রহমান চৌধুরী ও কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ডের সন্মানিত কো-চেয়ারম্যান ও ইউএই'র সমন্বয়ক আলহাজ্ব জাওয়াদুর রহমান সহ কেন্দ্রীয় কমিটি সকল নেতৃবৃন্দেকে।
আপনাদের এই অভিনন্দন বার্তা, আমার দৃঢ় বিশ্বাস হাজী শফিকুল ইসলাম সহ অন্যান্য সদস্য দের কে আরও উ্্যসাহিত করবে,অনুপ্রেরণা যোগাবে।বিদেশে থেকে তারা দেশ কে সফলতা নিয়ে আসবেন।