এস এম নওরোজ হীরা বরিশাল
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের বড় পুইয়াউটা গ্রামের গাজী বাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে।বাকেরগঞ্জ থানার অভিযোগ সূত্রে জানা যায় যে,বড় পুইয়াউটা গ্রামের মোঃ জেলেম গাজীর কন্যা ও মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর এমপির ব্যাক্তিগত গাড়ী চালক মনির সিকদারে স্ত্রী মোসাঃ নুপুর বেগম(সাহিদা) সাথে দীর্ঘ দিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলিয়া আসিতেছিল।তারই জের হিসেবে গত ৬ ই জুলাই দিনগত রাত অনুমান০৩:০০ ঘটিকার সময় একই এলাকার মৃত ধলাই গাজীর পুত্র মোঃ আলতাফ গাজী,মোঃ আলতাফ গাজীর পুত্র মোঃ ইদ্রিস গাজী ও মোঃ আবুল গাজী সহ অজ্ঞাতনামা ৩/৪ জন ভাড়াটিয়া সন্ত্রাসীরা পরিকল্পিত ভাবে দা ও লাঠিসোটা নিয়ে বেআইনি জনতাবদ্ধে আবদ্ধ হয়ে মনির সিকদারের স্ত্রী মোসাঃ নুপুর বেগম(সাহিদা) বেগমের বসত ঘরে অনাধিকার প্রবেশ করে মনির সিকদারের ভাতিজা মোঃ রাকিব সিকদারকে এলোপাথাড়ি কিল ঘুষি মেরে লাঠি দিয়া পিটিয়ে তাহার মাথা ও পিঠায় হাত-পা সহ শরীরের বিভিন্ন স্থানে ফুলা ফাটা রক্ত জমাট নিলা ফুলা যখম করা সহ তাহার কাঠের আলমারিতে গরু বিক্রি করার ঘোষিত নগদ ১ লক্ষ ৯০ হাজার টাকা নিয়ে যায় এবং একই সঙ্গে উক্ত সন্ত্রাসীরা তাহার বসত ঘরের উত্তর পাশের বারান্দায় আগুন ধরিয়ে দিলে রাকিব সিকদারের ডাক চিৎকার শুনিয়া স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে ঘটনার দৃশ্য দেখেন এবং শোনেন। এ ব্যাপারে মনির সিকদারের স্ত্রী মোসাঃ নুপুর বেগম(সাহিদা) বেগম বাদী হয়ে গত ০৭ই জুলাই মোঃ আলতাফ গাজী, মোঃ ইদ্রিস গাজী,মোঃ আবুল গাজী সহ অজ্ঞাতনামা ৩/৪ জনকে বিবাদী করে বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করিলেও এখন পর্যন্ত বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান উক্ত অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করে নায় বলে বিস্ময় প্রকাশ করে জানান। তবে এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান জানান,আমরা অভিযোগ পেয়েছি এবং এ বিষয়ে তদন্ত চলছে তাই আমাদের তদন্তে সত্যতা পেলে উক্ত অভিযোগের বিষয়টি এজাহার হিসেবে গণ্য করা হবে।