আ’লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য হলেন এড. দেওয়ান মারুফ সিদ্দিকী।।
এস এম মোবাশ্বির হোসেন – হবিগঞ্জ প্রতিনিধি
আ’লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য হলেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার কৃতি সন্তান এড. দেওয়ান মারুফ সিদ্দিকী।
এড. দেওয়ান মারুফ সিদ্দিকী হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা ১১নং বাঘাসুরা ইউনিয়নের সাতপাড়িয়া গ্রামের বড়বাড়িতে জন্মগ্রহণ করেন। গত ৩০ ডিসেম্বর ২০২০ ইংরেজি রোজ বুধবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি এই উপ-কমিটি অনুমোদন দিয়েছেন। উক্ত উপকমিটির সদস্য সচিব আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী।
এড. দেওয়ান মারুফ সিদ্দিকী উপ কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় হবিগঞ্জ জেলার সর্বস্তরের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এড.দেওয়ান মারুফ সিদ্দিকী ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদলাভের মধ্য দিয়ে রাজনীতি শুরু করেন। এরপর বাঘাসুরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, মাধবপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা ল’ কলেজ ছাত্রলীগের সভাপতিসহ বিভিন্ন আওয়ামী সংগঠনের গুরুত্বপূর্ণ পদলাভ করেন। এইসব সাংগঠনিক দায়িত্ব পালন করতে গিয়ে বিএনপি জামাতের আমলে চাঞ্চল্যকর জব্বার হত্যা মামলা সহ অসংখ্য মামলার আসামী হয়ে এলাকা ছাড়া হন।
প্রতিপক্ষ বিএনপি নেতাদের জুলুম নির্যাতনের কারণে এলাকার শান্তিপ্রিয় মানুষের ব্যাপক ভালবাসা আদায় করতে সক্ষম হন তিনি। এলাকা ছাড়া হয়ে তিনি ঢাকায় উকালতি পেশা ও রাজনীতিতে সক্রিয় হয়ে বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হন। আওয়ামী লীগের প্রয়াত সাবেক সাধারণ সম্পাদক জলিল সাহেব ও বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবের সাথে অত্যন্ত সুসম্পর্ক রয়েছে তাঁর।
সেই সুবাদে তিনি আওয়ামী লীগের ২০১৬/১৯ কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ কেন্দ্রীয় উপ- কমিটির সদস্য হন,এবং কক্সবাজারে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ, কুড়িগ্রাম, পঞ্চগড়, নীলফামারিতে শীতার্তদের মধ্যে ত্রাণ ও শীতবস্ত্র বিতরণে কেন্দ্রীয় ত্রাণ টিমের সদস্য হিসেবে সারা বাংলাদেশ চষে বেড়ান।
তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড ব্যাপক প্রচারের জন্য এবং বিএনপি জামাতের অপপ্রচার ও গুজব প্রতিরোধের লক্ষ্যে ২০১৭ সালের ১৬ মার্চ
Bangladesh online Awami Time( BOAT) নামক একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। যা সারা বাংলাদেশের ব্যাপক জনপ্রিয় সংগঠন হিসেবে তারুণ্যের মাঝে আশার সঞ্চার করেছে।
বিয়ষটি দৈনিক বিজয়ের বাণী পএিকার হবিগঞ্জ জেলা প্রতিনিধি কে নিশ্চিত করে – এড. দেওয়ান মারুফ সিদ্দিকী বলেন, কৃষি ও সমবায় বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য হিসেবে আমাকে নির্বাচিত করায় আমি বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বিশ্ব নন্দিত প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এমপি, জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড বিচক্ষণ রাজনৈতিক প্রতিভার অধিকারী সফল সাধারণ সম্পাদক জননেতা ওবায়দুল কাদের এমপি এবং কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী আপার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার হবিগঞ্জ জেলাবাসীর কাছে দোয়া চাই আপনারা আমার জন্য দোয়া করবেন যেন নেত্রীর অর্পিত দ্বায়িত্ব যথাযথ ভাবে পালন করতে পারি এবং পিতা মুজিবের অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে, সৎভাবে জীবনযাপনে,আদর্শিক সংগ্রামে অবিরাম লড়াইয়ে শেষ নিঃশ্বাস পর্যন্ত কাজ করে যেতে পারি।
Leave a Reply