1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
আল্লামা শফি'র মৃত্যু নিয়ে এই মামলা রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য, দাবী হেফাজতে ইসলামের - dainikbijoyerbani.com
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৮:৪০ পূর্বাহ্ন
ad

আল্লামা শফি’র মৃত্যু নিয়ে এই মামলা রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য, দাবী হেফাজতে ইসলামের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
  • ২৫২ Time View

আল্লামা শফি’র মৃত্যু নিয়ে এই মামলা রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য, দাবী হেফাজতে ইসলামের

মোঃ আবু তৈয়ব. হাটহাজারী. চট্টগ্রাম :

হেফাজতে ইসলামের মরহুম আমির ও হাটহাজারী মাদরাসার সাবেক মহাপরিচালক আল্লামা শাহ্ আহমদ শফি রহ. এর স্বাভাবিক মৃত্যুকে হত্যা’ বলে আদালতে করা মামলা গুটিকয়েক কুচক্রীর রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য বলে দাবী হেফাজত আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরীর।

তিনি বলেন- মাওলানা আনাস মাদানী একক সিদ্ধান্তে ছাত্রদের ভর্তি ফরম এবং দাওরায়ে হাদিস ছাত্রদের ভর্তি ফরম আটকে রাখে। অনেক ছাত্রদের বোর্ডিং খাবার এবং আবাসিক সিট অন্যায়ভাবে বাতিল করে। ফটিকছড়ির এক ছাত্র ভর্তি বিষয়ে হুজুরের কাছে (আল্লামা আহমদ শফি রহ.) দরখাস্ত করলে সেটি তিনি মঞ্জুর করেন। কিন্তু আনাস সেটি ছিড়ে ফেলেন। এবং বলেন- বুইজ্যা কি বোঝে’ জুনায়েদ বাবুনগরী বলেন- এমন সব ভাষা হুজুরের শানে তারা ব্যবহার করেছে, যা আমাদেরকে তথা হুজুরের মুহিব্বিনদেরকে অধিক কষ্ট দিয়েছে।তারা মাদ্রাসার সুন্দর পরিবেশ নষ্ট করতে চাচ্ছে।

বুধবার (২৩ ডিসেম্বর) হাটহাজারী মাদ্রাসার আল্লামা শাহ আহমদ শফি মিলনায়তনে আল্লামা শাহ আহমদ শফী (রহ.)’র স্বাভাবিক মৃত্যু নিয়ে মিথ্যাচার, হাটহাজারী মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও হেফাজত নেতৃবৃন্দকে জড়িয়ে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির এবং হাটহাজারী মাদরাসার শাইখুল হাদীছ আল্লামা জুনায়েদ বাবুনগরী এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়- মাওলানা আনাস মাদানীর অনিয়ম ও স্বেচ্ছাচারি কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে আল্লামা আহমদ শফি (রহ.)’র ইন্তেকালের দু’দিন পূর্বে গত ১৬ সেপ্টেম্বর সর্বস্তরের ছাত্ররা বিক্ষোভে ফেটে পড়ে। বিক্ষুদ্ধ ছাত্ররা তাদের সুনির্দিষ্ট দাবি দাওয়া তৎকালীন মুঈনে মুহতামিম আল্লামা শেখ আহমদ সাহেবের মাধ্যমে আল্লামা শাহ আহমদ শফি (রহ.) নিকট পেশ করেন। তিনি শুরা আহবান করে মাওলানা আনাস মাদানীকে স্থায়ীভাবে বহিষ্কার করেন এবং ছাত্রদের দাবি মেনে নেয়ার ঘোষণা দেন। বাকি সিদ্ধান্ত বাস্তবায়নে শনিবার (১৯ সেপ্টেম্বর) পুনরায় শূরার অধিবেশন আহবান করেন। এ ঘোষণার পর মাদ্রাসায় শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসে।

পরদিন ১৭ সেপ্টেম্বর শূরার সদস্যদের সিদ্ধান্তকে অমান্য করে মাওলানা আনাস মাদানী অনির্দিষ্ট কালের জন্য মাদরাসা বন্ধ করে দেয়ার পায়তারা করলে পুনরায় ছাত্ররা ব্যাপকভাবে বিক্ষুদ্ধ হয়ে ওঠে। তখন আল্লামা শাহ আহমদ শফি (রহ.) পুনরায় শূরা আহ্বান করেন। সারাদিন নানা উদ্বেগ উৎকন্টার পর বাদে মাগরিব উপস্থিত শূরা সদস্যগণ আল্লামা আহমদ শফি সহ মাদ্রাসার সিনিয়র
শিক্ষকদের সাথে বৈঠকে বসেন।

ছেলে মাওলানা আনাস মাদানীর দীর্ঘদিনের স্বেচ্ছাচারিতা, অনিয়ম, ছাত্র-শিক্ষকদের প্রতি জুলুম-নির্যাতনসহ নানা কার্যক্রম হযরতের সামনে স্পষ্ট হলে, তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন। যার ফলে তিনি আনাস মাদানীর উপর ক্ষুদ্ধ হয়ে স্বেচ্ছায় স্বজ্ঞানে মাদ্রাসার মহাপরিচালকের পদ থেকে পদত্যাগ করে শূরার নিকট ক্ষমতা হস্থান্তর করেন। কিন্তু শূরা সদস্যগণ তা গ্রহণ করতে রাজি হননি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- হেফাজতে ইসলাম বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ড. মাওলানা নুরুল আবছার আজহারী।

এতে আরও বলা হয়, আল্লামা আহমদ শফীর জীবদ্দশাতেও তাকে জিম্মি করে ব্যাক্তি স্বার্থ হাসিল করতে দেখা গিয়েছিল। তারাই ওনাকে জিম্মি করে একের পর এক অনাচার চালিয়ে ওনার আকাশচুম্বী জনপ্রিয়তাকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করেছিলো।

মাদরাসার শিক্ষকমণ্ডলী, ছাত্র-জনতা, ওলামায়ে কেরাম এবং এলাকাবাসী এই মিথ্যা ও উদ্দেশ্যপূর্ণ মামলা দ্বারা ফায়দা হাসিল করার সুযোগ দেবে না।

এই সংবাদ সম্মেলন থেকে আমরা জোর দাবি জানাচ্ছি অনতিবিলম্বে দায়েরকৃত এ মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় দেশের শীর্ষ উলামায়ে কেরামদের সাথে পরামর্শ সাপেক্ষে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবো।
প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর হেফাজতের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফির মৃত্যুর পর বিভিন্ন সমালোচনা হলেও আনাস মাদানী কিংবা কারো অভিযোগ নিয়ে মুখ খুলেন্নি আল্লামা জুনায়েদ বাবুনগরী।

আল্লামা শাহ আহমদ শফি’র মৃত্যুর পর হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলনের (কাউন্সিল) মাধ্যমে আমির নির্বাচিন হন হেফাজতের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী। এতে বাদ পড়েন হেফাজতে আনাস অনুসারী হিসেবে পরিচিতরা।
এরপর হেফাজতের নতুন কমিটি নিয়ে কঠোর সমালোচনা করেন হেফাজতের সাবেক প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানীর অনুসারীরা। আনাসের অনুসারীরা দাবি করেন- আল্লামা শফিকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। এদিকে আল্লামা আহমদ শফির মৃত্যুর প্রায় ৩ মাস পর গত ১৭ ডিসেম্বর মাদ্রাসার ছাত্র ও হেফাজতের যুগ্ম মহাসচিব সহ বিভিন্ন স্থরের প্রায় ৩ ডজন নেতাদের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে হত্যা মামলা দায়ের করেন আল্লামা শাহ আহমদ শফির শ্যালক মাইনুদ্দিন।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি