আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুকে ‘অস্বাভাবিক’ দাবি করে তার বিচার বিভাগীয় তদন্ত চেয়েছে পরিবার।
মোঃ আবু তৈয়ব. হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি :
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান আহমদ শফীর ছেলে মাওলানা ইউসুফ বিন আহমদ শফী আল-মাদানি।
তিনি বলেন, আহমদ শফীর ‘অস্বাভাবিক মৃত্যুর’ বিচারবিভাগীয় তদন্তের মাধ্যমে রহস্য উদঘাটন করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দিতে হবে। এছাড়া ইউসুফ আল-মাদানি চারটি দাবি তুলে ধরেন।
দাবি হলো বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে আহমদ শফীর অস্বাভাবিক মৃত্যুর রহস্য উদঘাটন করে এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শান্তির ব্যবস্থা করতে হবে; পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলা তদন্ত করে অবিলম্বে প্রকৃত দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে; আহমদ শফীর পরিবারের সদস্য ও তার অনুসারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যারা মামলা তুলে নেওয়ার হুমকি-ধমকি দিচ্ছে তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে; এবং আহমদ শফীর রেখে যাওয়া সব দ্বীনী ও সামাজিক অঙ্গনগুলো থেকে বিরোধীদের অপসারণ করতে হবে।
Leave a Reply