হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ
আল-আকসা নিয়ে রাতারাতি সুর পাল্টে ফেললেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। আল-আকসায় ইহুদিদেরও প্রার্থনা করার অধিকার আছে বলে কট্টরপন্থি ইহুদিদের জানানো দাবি নাকচ করেছেন তিনি। জানা গেছে, ইহুদিবাদী দেশটির কট্টরপন্থি দুই এমপিসহ চার শতাধিক ইহুদি গত রবিবার প্রার্থনা করার অধিকার রয়েছে বলে জেরুজালেমের পবিত্র মসজিদ আল-আকসায় সেনা পাহারায় ঢুকে পড়ে। তবে দেশটির বর্তমান জোট সরকারের আরব ইসরায়েলি শরিক দল এ ব্যপারে কঠোর নিন্দা জানানোর একদিন পরই সুর পাল্টে ফেলেন নাফতালি বেনেট। তিনি সোমবার ঘোষণা দেন, আল-আকসা মসজিদে ইহুদিদের প্রার্থনার অনুমোতি দেওয়া হবে না।