আল – বেরেক চ্যারিটেবল এসোসিয়েশন ইন্টারন্যাশনাল সেবা সংস্থা কতৃক সংবর্ধিত – শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান।
নিউজ ডেস্ক
5 স্টার হোটেল মিলেনিয়াম প্লাজার হল রুমে –
ইন্টারন্যাশনাল সেবা সংস্থা ” আল – বেরেক চ্যারিটেবল এসোসিয়েশন/ সেবা সংস্থা কতৃক সংবর্ধিত – মাওলানা শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান।
বাংলাদেশ এহইয়াউসসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ভূজপুর জামিয়া আবু বকর সিদ্দিক ( রা . ) এর প্রতিষ্ঠাতা মাওলানা শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান কে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবর্ধিত দেওয়া হয়।
আল – বেরেক চ্যারিটেবল এসোসিয়েশনের সম্মানিত চেয়ারম্যান শেখ রাশেদ সাহেব ও ভাইস-চেয়ারম্যান শেখ ওমর সাহেব সমাজ সেবা ও শিক্ষার মান উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্যে শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান কে সম্মাননা স্মারক/ ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মাওলানা শফিউল আলম সাহেব।
মাওলানা মুহিব্বুল্লাহ আমিনী সাহেব সহ প্রমুখ ।
Leave a Reply