মুহাম্মদ আমির উদ্দিন কাশেম, জেলা প্রতিনিধি মৌলভীবাজার-
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের স্থানীয় ইটারঘাট চৌমুহনীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত আশার আলো শ্রমজীবি সমবায় সমিতি ইটারঘাট চৌমুহনী কুলাউড়া মৌলভীবাজার'র ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১১মে) দুপুর ২টায় সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সফল সমবায় গঠনের লক্ষে সমবায়ীদের অংশগ্রহণে উপজেলা সমবায় কার্যালয় কুলাউড়া মৌলভীবাজারের আয়োজনে ও ভ্রাম্যমাণ প্রশিক্ষণ ইউনিট সমবায় কার্যালয় মৌলভীবাজারের পরিচালনায়, ভ্রাম্যমাণ প্রশিক্ষণ সভায় আশার আলো শ্রমজীবি সমবায় সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মনসুর আহমদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন অত্র সংগঠনের সভাপতি মোঃ আব্দুল জলিল।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১নং শরীফপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য মোঃ লাল মিয়া, প্রশিক্ষণ প্রদান করেন সোনা মোহন বিশ্বাস উপজেলা সমবায় কর্মকর্তা কুলাউড়া।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ বরকত উল্লাহ উপজেলা সহকারী পরিদর্শক।
এসময় উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা মোঃ দুলাল মিয়া সহসাধারণ সম্পাদক রইছুল হক, মোঃ আব্দুল মন্নান, আব্দুস সোবহান, হাজি গৌছ আলী, মোঃ মন্জুর আলী, মাওলানা আরকান হাবিব, মোঃ জসিম উদ্দিন, মাওলানা সালমান আহমদ, মাওলানা তজম্মুল আলী প্রমুখ সংস্থার নেতৃবৃন্দ।