----- আষাঢ় -----
সিক্ত মাঠ-ঘাট অঝোর জল সিঞ্চনে;
কালো মেঘের ঘনঘটা গগন জুড়ে,
আগমনি ডঙ্কাধ্বনি বাজে এ লগনে
অবিরাম বারিপাত নভস্তল ফোঁড়ে।
গৃহচালে মেঠোপথে দ্রুম শাখে বনে
সবুজ ঘাসে রিমঝিম নৃত্য আষাঢ়ে।
খাল-বিলে ভরা যৌবন;কৃষক দ্বারে
ফসলের নব আশ অশান্ত বর্ষণে।
নব জীবনের সজীবতা নেমে আসে
বাংলায়;শ্রীমন্ডিত উপমাহীনা হয়ে,
হৃদয় বীণার তারে তারে সুর লয়ে
মুর্চ্ছনায়;কবিয়াল চাষা চলে চাষে।
পুষ্পিত নীপবন যৌবনা কিশলয়ে;
সবুজ সমারোহে চিত্ত ভরে হরষে।
----অধ্যক্ষ দেলওয়ার হোসেন
----রচনাঃ৩০ জুন,২০১৮