এ,কে বিপ্লব
ফেনী জেলা প্রতিনিধি
আসন্ন ছাগলনাইয়া নির্বাচন উপলক্ষে পৌর মেয়র কে নৌকার প্রতিক উপহার দিতে চান।৮ নং ওয়ার্ডের এক জন স্থায়ী বাসিন্দা,
মো,চাঁন মিয়া সওদাগর। তিনি এটা জানান বর্তমান মেয়র মোঃমোস্তফা
গত ৫ বছর ধরে মানুষের সেবা লিপ্ত
থাকেন। এবং তার পাশাপাশি গরিব, দুংখিদের আন্তরিক ভাবে সেবা করে থাকেন তিনি বিশ্ব মাহামারি করোনা ভাইরাসের সময়
মানুষের পাশে আসে দাড়ায়। বর্তমানে তিনি মেয়র থাকা কালিন ছাগলনাইয়া জিরো পয়েন্টে শেখ রাসেল চত্বর করেন এবং ছিন্ন্ মূল হর্কাস মাকেট করেন তিনি । তাই আমি মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেওয়া নৌকার প্রতিক উপহার তুলে দিতে চাই ছাগলনাইয়া পৌর মেয়র মোঃ মোস্তফা হাতে।আমরা সবাই আপনাকে আবারো পৌর মেয়র হিসেবে দেখতে চাই।