অদ্য ০৬ অক্টোবর/২০২১খ্রিঃ তারিখে পুলিশ হেডকোয়ার্টার্সের মূল ভবনের দ্বিতীয় তলায় সম্মেলন কক্ষে (হল অব প্রাইস) থেকে বাংলাদেশ পুলিশের সম্মানিত ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) মহোদয় এর সভাপতিত্বে "আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২১ উপলক্ষে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা সভা" ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়। এ ভিডিও কনফারেন্সের মাধ্যমে আইজিপি মহোদয় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
উক্ত ভিডিও কনফারেন্স দিনাজপুর জেলা থেকে সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার) পুলিশ সুপারের কার্যালয়, দিনাজপুর সম্মেলন কক্ষ থেকে সরাসরি যুক্ত হন ।