বিপুল চন্দ্র রায়
রাজারহাট-কুড়িগ্রাম।
আহা রে জীবন!
এ বিচিত্র ভুবন।
কষ্টের সমীকরণ ,
ছুঁয়ে গেছে জীবন।
যোগ বিয়োগ গুণ ভাগ,
করেও হয়না সমাধান।
দিনলিপি রচনা করি,
দিনের পর দিন।
এই জীবন প্রবাহ
কী নিদারুণ।
এ জীবন কী অদ্ভুত?
বিরামচিহ্ন বিহীন।
ঠিকানা:
রাজারহাট-কুড়িগ্রাম,বাংলাদেশ।
মোবা:018562058