মোঃ ইকবাল হোসেন, বোরহানউদ্দিন প্রতিনিধি
আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ধাপে ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার ৭ টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তাই ইতোমধ্যে প্রত্যেক ইউনিয়নেই প্রার্থীরা ব্যস্ত সময় পার করছে। তেমনি ব্যতিক্রম নয় উপজেলার বড় মানিকা ইউনিয়ন।
বড় মানিকা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দার। তার প্রতিপক্ষ হিসেবে লড়ছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক( সদ্য বহিষ্কৃত) আল-আমীন ।
অনুসন্ধানে জানা যায়, উপজেলা আওয়ামী সভাপতি, আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে মাঠে নিজের অবস্থান শক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, ইতোমধ্যে ভোটারদের মাঝে একচেটিয়া জনপ্রিয়তা অর্জন করতে সমর্থ হয়েছেন। নিজের শিক্ষাগত যোগ্যতা ও পারিবারিক ইতিহাসে তিনি সবার চাইতে এগিয়ে। এছাড়াও বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ততা, যেকোন দুর্যোগকালীন সময়ে সাধারণ ও অসহায় মানুষদের অনুদান দিয়ে পাশে দাঁড়ানো, বিভিন্ন উৎসবে খাদ্য-বস্ত্র-অর্থ বিতরণ করে তিনি নিজেকে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। প্রতিদিন ইউনিয়নের বিভিন্ন জায়গাম পথসভা, চা-স্টল সভা করে নিজস্ব শক্তিশালী বলয় গড়ে তুলেছেন।
বড় মানিকা এলাকার ভোটারদের সাথে আলাপ করে জানা যায়, তাদের বেশীর ভাগ ভোটারই এবার জসিম উদ্দিনের সমর্থক হিসেবে ভোটের মাঠে কাজ করছেন। বর্তমান ইউপি চেয়ারম্যানের হিসেবে জনগণের মন জয় করে ফেলেছেন জসিম উদ্দিন হায়দার, ত্রাসের রাজত্ব থেকে রেহাই পেতে তার বিকল্প কেউ নেই। তারা এবার জসিম উদ্দিন হায়দার কে বিজয়ী করে শান্তিপূর্ণ ইউনিয়ন গড়তে আশাবাদী বলে জানান।
এদিকে অপর প্রার্থী মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) নির্বাচনের ঘোষণা দিয়েছেন। যদিও এবার ভোটারদের মাঝে তাকে নিয়ে তেমন আশাবাদী লক্ষ করা যায়না। বলতে গেলে জনবিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন তিনি।