এইচ এম আব্বাস খান চট্টগ্রাম
জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ন্যাশনাল এসোসিয়েশন অব ইউনেস্কো ক্লাবস ইন বাংলাদেশ অনুমোদিত ইউনেস্কো ক্লাব চট্টগ্রাম মহানগরের দ্বি-বার্ষিক কার্যকরী কমিটিতে শেখ নজরুল ইসলাম মাহমুদকে সভাপতি ও এম এ নেওয়াজকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। এই কমিটি গত ২১ ডিসেম্বর ন্যাশনাল এসোসিয়েশন অব ইউনেস্কো ক্লাবস ইন বাংলাদেশের সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন চৌধুরী অনুমোদন দেন।
নবগঠিত কমিটির অন্যান্য কর্মকর্তা হলেন, সহ-সভাপতি আনজুমান আরা বেগম, অধ্যাপক ববি বড়ুয়া, হাজী এস এম মুন্না শাহ, যুগ্ম সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমান, সহ-সাধারণ সম্পাদক মো. বেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী দিলু বড়ুয়া জয়িতা, সাংস্কৃতিক সম্পাদক পলি শারমিন, অর্থ সম্পাদক দুর্জয় দেবনাথ, সমাজকল্যাণ সম্পাদক মো. জসিম উদ্দিন চৌধুরী, প্রচার সম্পাদক ললিত চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. আলী আকরাম, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক ডা. জোনাকি দেবী, প্রকাশনা সম্পাদক জয়া চৌধুরী, শিক্ষা বিষয়ক সম্পাদক আফরোজা চৌধুরী জলি ও দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মো. এমরান।
এই কমিটি আগামী দু’বছর চট্টগ্রাম মহানগরে শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক উন্নয়নে এবং অগ্রযাত্রায় কাজ করার পাশাপাশি জাতিসংঘ অনুসৃত আন্তর্জাতিক দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় পালন করবে।