1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
ইউপি সদস্য ছয়ফুল আলম সুহেলের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র - dainikbijoyerbani.com
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০২:০৬ অপরাহ্ন
ad

ইউপি সদস্য ছয়ফুল আলম সুহেলের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৬ Time View

মোঃ জাকির হোসেন মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ১নং ফতেহপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য ছয়ফুল আলম সুহেল এর বিরুদ্ধে এলাকার কিছু কুচক্রী মহল নানাভাবে ষড়যন্ত্র মূলকভাবে বিভিন্ন অপবাদ দিয়ে আসছে।

অনুসন্ধানে জানা যায়, একটি সংঘবদ্ধ সন্ত্রাসী, কিশোর গ্যাং, ১নং ফতেহপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য ছয়ফুল আলম সুহেল এর নিকট চাঁদা চেয়ে তাকে দূর্নীতিবাজ প্রমাণিত করতে ক্ষিপ্ত হয়ে কিছু দুস্কৃত কারীর সহযোগীতায় ফেইসবুক/ইউটিউব/ বিভিন্ন অনলাইন প্রোর্টালে আপত্তিকর ভিডিও ও নানাভাবে লেখা লেখি প্রকাশ করছে । যা ছয়ফুল আলম সুহেলের ভার্বমূর্তি ক্ষুন্ন হচ্ছে।

১নং ফতেহপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের মেম্বার মোঃ ছয়ফুল আলম সুহেল পত্রিকার প্রতিবেদক কে বলেন, আমি ২০২১ সালে নির্বাচিত হওয়ার পর থেকে বিভিন্ন প্রকল্প দূর্নীতিমুক্ত বাস্তবায়ন করে আসছি। জনগণের সেবাই আমার মূল লক্ষ্য । কিন্তু এক ধরনের চাঁদাবাজ প্রভাবশালী মহল আমার কাছে দীর্ঘদিন থেকে চাঁদা দাবী করে আসছে।

ছয়ফুল আলম সুহেল প্রতিবেদক কে আরোও বলেন, ১নং ফতেহপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের বাঘমারা গ্রামের রাজনগর বালাগঞ্জ পাকা সড়ক হতে আলকাছ মিয়ার বাড়ী পর্যন্ত রাস্তা পূর্ণ নির্মাণের জন্য আমি ৯টন গম বরাদ্দ পাই যা দিয়ে আমি উক্ত রাস্তা পূর্ন নির্মাণ করি। আমি ২০২১ সাল থেকে ইউনিয়ন পরিষদে ৮নং ওয়ার্ডে ইউপি সদস্যের দায়িত্ব পালন করে আসছি। দায়িত্বরত অবস্থায় আমি এলাকার গরীব দুঃখী মানুষের পাশে সৎ ও নিষ্ঠার সহিত কাজ করে আসছি।

৮নং ওয়ার্ডের বাসিন্দা ১। করিম উদ্দিন-সাবেক ৪ বারের মেম্বার ২। মইনুদ্দিন সাবেক ৪ বারের মেম্বার ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৩। মোহাম্মদ আলী বণিক সমিতির সাবেক সেক্রেটারী ৪। ইসকার আহমেদ আওয়ামীলগের প্রবীণ সদস্য ৫। বাবু মড়িল বিশিষ্ট মড়িল পত্রিকার প্রতিবেদক কে জানান, ছয়ফুল আলম সুহেল একজন ভালো ও সহজ সরল প্রকৃতির মানুষ। উনি মেম্বার হওয়ার পর থেকে জণগনের কল্যাণে নিবেদীত আছে। বিভিন্ন উন্নয়ক মূলক কর্মকান্ডে জণগনকে সাথে নিয়েই কাজ করে যাচ্ছেন। তা দেখে একশ্রেনীর সন্ত্রাসী চাঁদাবাজ কিছু প্রভাবশালী ব্যাক্তির প্ররোচনায় মিথ্যা অপপ্রচার করে আসছে। আমরা এলাকাবাসী জোর প্রতিবাদ জানাচ্ছি এবং এলাকার শান্তির লক্ষ্যে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি