মাজেদ আহমদ জকিগঞ্জ উপজেলা প্রতিনিধি::
ইছামতি কামিল মাদরাসা’র সাবেক অধ্যক্ষ ও বর্তমান গভর্নিং বডির সভাপতি, উপমহাদেশের প্রখ্যাত হাদীস বিশারদ শায়খুল হাদীস আল্লামা হাবিবুর রহমান মুহাদ্দিস ছাহেবের রোগমুক্তি কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ আগস্ট) বাদ যোহর মসজিদ পরিচালনা কমিটির আয়োজনে ইছামতি শাহী ঈদগাহ জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিল শুরুর নির্ধারিত সময়ের আগ থেকেই জকিগঞ্জের বিভিন্ন জায়গা থেকে আলিম-উলামাসহ সর্বস্তরের মানুষ জড়ো হন। পরে ইলমে হাদীসের খেদমতে মুহাদ্দিস ছাহেবের অবদান অপরিসীম উল্লেখ করে তাঁর রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- ইছামতি কামিল মাদরাসা’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আতিকুর রহমান, ভাইস প্রিন্সিপাল মাওলানা শিহাবুর রহমান চৌধুরী, প্রধান মুহাদ্দিস মাওলানা আব্দুল বাছিত, আরবী প্রভাষক মাওলানা ওয়ারিছ উদ্দিন, মাওলানা আব্দুল লতিফ শামীম, মাওলানা আব্দুল হাকিম চৌধুরী, ডা. তোফাজ্জল আলী মহিলা মাদরাসা সুপার মাওলানা মুহিবুর রহমান, লতিফিয়া কারী সোসাইটি ইছামতি আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী, বিশিষ্ট মুরব্বি আলতাফ খান ইছামতি শাহী ঈদগাহ পরিচালনা কমিটির ক্যাশিয়ার জুবায়ের চৌধুরী, গিয়াস উদ্দিন, বুরহান উদ্দিন প্রমূখ।