ইতালিতে করোনার মধ্যে ঘুরে দাড়াতে চায় প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ী ইমরুল
ইতালি প্রতিনিধিঃ
“মহান আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল এবং সুদকে করেছেন হারাম”। ইসলামের বিধান মেনে বৈধ ব্যবসার মাধ্যমে শুধু হালাল উপার্জনই নয় ইচ্ছে থাকলে করা যায় মানুষের সেবাও! নিজের চতুর্থ ব্যবসা প্রতিষ্ঠান ইমা মাল্টি সার্ভিসের এমনটাই জানালেন রোমের বিশিষ্ট ব্যবসায়ী ইমা মাল্টি সার্ভিসের স্বত্বাধিকারী মোহাম্মদ ইমরুল কায়েস-
তিনি আরো জানান তার এই প্রতিষ্ঠানের মাধ্যমে বিশেষ করে প্রবাসীরা পাবেন বিশেষ ছাড়। নতুন এই প্রতিষ্ঠানটিতে সুলভ মূল্যে এয়ার টিকিট, বৈধ উপায়ে রেমিট্যান্স প্রেরণসহ বিভিন্ন সেবার পাশাপাশি থাকছে স্বল্পমূল্যে ইলেকট্রনিকস মালামাল ক্রয় ও মেরামতের সুবিধাও।উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে প্রতিষ্ঠানের সাফল্য ও সমৃদ্ধি কামনা করে এক বিশেষ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন স্থানীয় টি এম সি মসজিদের ইমাম ও খতিব মাওলানা হুমায়ূন রাশিদ রাজী। এসময় স্থানীয় ইতালিয়ান, বাংলাদেশি কমিউনিটির আঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আমন্ত্রিত অতিথিরা সময়োপযোগী এধরনের একটি সেবা ও সহযোগিতামূলক প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য প্রতিষ্ঠানের সত্বধিকারী ইমরুল কায়েছ এর ভূয়সি প্রশংসা করে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা কামনা করেন।
Leave a Reply