প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ১১:২০ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৬, ২০২৪, ৪:১০ পি.এম
ঈদকে সামনে রেখে কোস্টগার্ডের নিরাপত্তা জোরদার
মোংলা প্রতিনিধি ঈদ-উল-আযহা উপলক্ষ্যে সাধারণ জনগণের নির্বিঘ্নে যাত্রায় অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা এড়াতে সতর্ক নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড। শনিবার (১৫ জুন) সকাল থেকে কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা মোংলা নদী ও মামার ঘাটে এই সতর্ক প্রচার চালায়। এসময় তারা টহল, জনসচেতনতা মূলক মাইকিং, লিফলেট বিতরণ এবং যাত্রীবাহী ট্রলারে ধারণ ক্ষমতার অধিক যাত্রী পরিহারসহ নানাবিধ জনসচেতনতামূলক কার্যক্রম চালায় কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোঃ মুনতাসীর ইবনে মহসীন জানায়, কোস্টগার্ড তার এখতিয়ারভুক্ত এলাকায় মানুষের বিভিন্ন প্রয়োজনে সবসময় এগিয়ে এসেছে। এরই ধারাবাহিকতায় পশ্চিম জোনের এখতিয়ারভুক্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ লঞ্চ ঘাটসমূহে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে সাধারণ জনগণের নিরাপত্তা প্রদানের জন্য এই কার্যক্রম চালায়। এছাড়াও ঈদকে সামনে রেখে মাদকের বিস্তার রোধে বিভিন্ন নৌযানে তাদের তল্লাশী অব্যাহত রেখেছে বলেও জানান তিনি। কোস্টগার্ডের এই কর্মকর্তা আরও বলেন, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকল্পে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের এ ধরনের নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ঈদ-উল-আযহা পরবর্তী যাত্রীসাধারণের নিরাপদ গন্তব্যে পৌঁছানো পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে।
Copyright © 2024 dainikbijoyerbani.com. All rights reserved.