পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জৈন্তাপুর উপজেলাসহ সিলেটবাসীকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, আত্মত্যাগ এবং আল্লাহ’র প্রেমে আত্মসমর্পণের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল আজহা।
কুরবানির এই ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হলেই প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ্য।
তিনি আরো বলেন, মুসলিম জাহানের জন্য খুশির বার্তা নিয়ে বছর ঘুরে আবারও ফিরে এসেছে ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আজহা। একই সময়ে করোনা ভাইরাস মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে।
মহান আল্লাহ যেন ঈদ উপলক্ষ্যে পৃথিবীতে করোনার মহামারী থেকে আমাদের রক্ষা করেন। একইসাথে তিনি সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জৈন্তাপুর উপজেলার সকলের প্রতি আহবান জানান (ওসি) গোলাম দস্তগীর আহমদ।
স্বাস্থ্যবিধি মেনে চলুন ঘরে থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করি প্রিয় জৈন্তাপুরবাসী।