ঈদে পর্যটক ভ্রমনে সুন্দরবনে বাড়তি সতর্কতা
বাগেরহাট প্রতিনিধিঃ
ঈদুল ফিতরকে সামনে রেখে সুন্দরবনে যেকোনো ধরনের অপতৎপরতা ঠেকাতে সর্বোচ্চ সর্তকতা ও নিরাপত্তা জোরদার করেছে বনবিভাগ। সুন্দরবনের বন্যপ্রাণিসহ প্রাণ-প্রকৃতি রক্ষায় সব কর্মকর্তা ও বনরক্ষীদের কর্মস্থল ত্যাগে নিষেধাজ্ঞা ও সার্বক্ষণিক টহল জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, ‘করোনা পরিস্থিতিতে সুন্দরবনে জনসাধারণ প্রবেশে নিষেধাজ্ঞা থাকা স্বত্বেও কিছু মানুষ সুন্দরবনে প্রবেশ করে অপরাধ কর্মকাণ্ড করার চেষ্টা করে। প্রতিবছর ঈদের ছুটির সময় মৌসুমী হরিণ শিকারীরাও বেপরোয়া হয়ে ওঠে। এসব অপরাধী ও মৌসুমী শিকারীদের প্রতিরোধে সুন্দরবনে সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া সুন্দরবন পূর্ব বন বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দেওয়া হয়েছে।’উল্লেখ্য, ১৮৭৫ সাল থেকে সংরক্ষিত সুন্দরবনের আয়তন ৬ হাজার ১৭ বর্গ কিলোমিটার। এখানে ৩৩৪ প্রজাতির উদ্ভিদ এবং ৩৭৫ প্রজাতির বন্যপ্রাণি রয়েছে। ১৯৯৭ সালে ইউনেস্কো সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে।