মোঃ জাহিদ হোসেন ইমরান
রায়পুর উপজেলা প্রতিনিধি ।
ঈদ উপহার হিসেবে সচারচর বিতরন করা হয় শাড়ি , লুঙ্গি, কিন্তু রায়পুর উপজেলায় এভার ঈদ উপহার হিসেবে বিতরন করা হলো গরু ।
মুজিববর্ষ উপলক্ষে প্রদত্ত একক গৃহের (ভূমিহীন ও গৃহহীন পরিবার) উপকারভোগীদের দ্বারে এবার "সারথি'র ছোঁয়া"!
রায়পুর উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাবরীন চৌধুরী'র পরিকল্পনায় মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর সেরা উপহার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ প্রদানের নিমিত্ত রায়পুর উপজেলাধীন ০৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের হাজিমারা সুইচগেট সংলগ্ন "সুখ আলয়" আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের মাঝে ঈদ উপহার হিসেবে গরু বিতরণ করা হয়।
জনাব সাবরীন চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে উক্ত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মামুনুর রশীদ, সম্মানিত চেয়ারম্যান উপজেলা পরিষদ রায়পুর, জনাব আখতার জাহান সাথী সহকারী কমিশনার (ভূমি), জনাব আব্দুল জলিল অফিসার ইনচার্জ রায়পুর থানা, জনাব ডা: জাকির হোসেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, জনাব শিশির রঞ্জন উপজেলা সহকারী প্রকৌশলী, জনাব মোঃ সালেহ উদ্দিন যুব উন্নয়ন কর্মকর্তা (সাবেক), জনাব পান্না আকতার যুব উন্নয়ন কর্মকর্তা (বর্তমান), জনাব মো: আব্দুস সাত্তার উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত), জনাব বেলায়েত হোসেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা, জনাব মো: ফাহাদ হোসেন মৎস্য এক্সটেনশন অফিসার, জনাব শুভ্রজিত রায় সহকারী প্রোগ্রামার, জনাব মো: মুজিবুর রহমান উপজেলা সহকারী শিক্ষা অফিসার, জনাব ফাতেমা শিরীন আমার বাড়ি আমার খামার, জনাব শিশির রঞ্জন উপজেলা সমবায় কর্মকর্তা, ৮নং ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য, সাংবাদিকবৃন্দ এবং সকল উপকারভোগী।
এ সময় অফিসার্স ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ ০৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের হাজিমারা সুইচগেট সংলগ্ন "সুখ আলয়" এবং মিয়ারহাট বাজার সংলগ্ন "স্বপ্ন কুটির" আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন।