*উঠবো জ্বলে নতুন করে*
-কাজী মহিউল ইসলাম।
মোদের ভেলা যাচ্ছে ভেসে
জীবন নদীর অপর পাড়ে,
অমোঘ যাত্রা, রুখবে কে আর
কেইবা বলো ফেরায় তারে?
আত্মীয় আর বন্ধুরা সব
নানান দিকে ছড়িয়ে আছে,
কেমন আছেন সবাই তাঁরা?
যেতে হবে তাঁদের কাছে।
এমন কিছু মানুষ আছে
বলবে নাকো 'কষ্টে আছি'
তাদের খুঁজে পেতেই হবে
বলতে হবে -- 'পাশে আছি'।
আরো কিছু মানুষ আছে
জীবন গেলেও পাতবে না হাত,
না হয় খেতে নাইবা পেল
উপোস করে কাটায় যে রাত!
এসব কথা জানার পরেও
নীরব থাকা কি আর সাজে?
“একটা কিছু করতে হবে…”
বিবেক মাঝে সদাই বাজে।
মরার আগে আমরা যেন
মনে-মনে না যাই মরে,
উঠতে হবে জ্বলে আবার
দেশ-মানুষের ভালোর তরে॥