1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. hasan@dainikbijoyerbani.com : Hasan :
  3. zakirhosan68@gmail.com : dev : dev
উত্তরবঙ্গের চরাঞ্চলে "Scale up High Value Crop Production & Market Development" প্রকল্পের অনুদান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিতঃ - dainikbijoyerbani.com
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৫ পূর্বাহ্ন
ad

উত্তরবঙ্গের চরাঞ্চলে “Scale up High Value Crop Production & Market Development” প্রকল্পের অনুদান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিতঃ

মোঃ জহুরুল ইসলাম সৈকত, বগুড়া জেলা প্রতিনিধিঃ
  • Update Time : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ৭০ Time View

বগুড়া জেলা প্রতিনিধিঃ

ব্র্যাক ব্যাংক পিএলসি এর সিএসআর ফান্ডের আওতায় গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক প্রস্তাবিত উত্তরবঙ্গের চরাঞ্চলে “Scale up High Value Crop Production & Market Development” প্রকল্পের আনুষ্ঠানিক অনুদান চুক্তি সম্পাদিত হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই ২০২৪) ব্র্যাক ব্যাংক পিএলসি এর ঢাকা অফিসে উভয় প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তাদের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে গাক’র পক্ষে চুক্তি স্বাক্ষর করেন সংস্থার নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন এবং ব্র্যাক ব্যাংকের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন ডিএমডি এন্ড চিপ অপারেটিং অফিসার মোঃ সাব্বির হোসাইন। উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ডিএমডি এন্ড হেড অব এসএমই সৈয়দ আব্দুল মোমেন (তমাল), এসএমই ব্যাংকিং ডিভিশনের হেড অব এমএফআই এন্ড এগ্রিকালচার ফাইন্যান্স তাপস কুমার রায়, হেড অব কমিউনিকেশনস এন্ড সিএসআর একরাম কবির, রিলেশনশীপ ম্যানেজার এগ্রিকালচার এন্ড এমএফআই ফাইন্যান্স মোঃ রকিবুল হাসান, গাক’র সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম, উপ-পরিচালক মোঃ আরমান হোসেন, সমন্বয়কারী (কমিউনিকেশন এন্ড ডকুমেন্টেশন) মোঃ জিয়া উদ্দিন সরদার প্রমুখ।
উল্লেখ্য যে, প্রকল্পের মাধ্যমে বিগত অর্থবছরে বগুড়ার চরাঞ্চলে ১৪০০ জন কৃষকের মাঝে উন্নত কৃষি প্রযুক্তি, প্রশিক্ষণ, আধুনিক কৃষি যন্ত্রপাতি ও মানসম্মত কৃষি উপকরণ সরবরাহ করে ভুট্টা, মরিচ, পাট ও সরিষার উৎপাদন বৃদ্ধি এবং বাজার ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে আয় বৃদ্ধি করা হয়েছে।
প্রকল্পের সফল বাস্তবায়নের ধারাবাহিকতায় ২য় পর্যায়ে উত্তরবঙ্গের চরাঞ্চলে প্রকল্পের কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে “Scale up High Value Crop Production & Market Development” প্রকল্পের অনুদান চুক্তি সম্পাদন করা হলো। যার ফলে চরাঞ্চলের আরও ১৪০০ জন কৃষক উন্নত কৃষি প্রযুক্তি, প্রশিক্ষণ, আধুনিক কৃষি যন্ত্রপাতি ও মানসম্মত কৃষি উপকরণ ব্যবহারের সুবিধাভোগী হিসেবে অন্তর্ভুক্ত হবেন বলে প্রতিষ্ঠান দুটির পক্ষ হতে জানানো হয়।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি