মির্জা সাইদুল ইসলাম (সাঈদ)
স্টাফ রিপোর্টার, দৈনিক বিজয়ের বানী।
টাঙ্গাইলের সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ফার্মাসিউটিক্যাল্স রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন(ফারিয়া) সখিপুর উপজেলা শাখা, আজ (৯আগষ্ট) সোমবার, সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ হাজার মাস্ক ও ২শত হ্যান্ড সেনিটাইজার প্রদান করেছে। ফারিয়া'র সখিপুর উপজেলা শাখার সভাপতি মোঃ জাকির হোসেন এবং সম্পাদক মো: হাবিবুল্লাহ ইতিহাস, সকাল ১০ টায় আনুষ্ঠানিক ভাবে সখিপুর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আব্দুস সোবহানের নিকট এই সকল মানবিক উপহার সামগ্রী হস্তান্তর করেন।
সংগঠনটির মানবিক এই আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন, সখিপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মোঃ নাজমুল হাসান মাসুদ ও অন্যান্য ডাক্তার সহ কমিউনিটি মেডিকেল অফিসার গন। এ ছাড়াও উপস্থিত ছিলেন, সখিপুর প্রেসক্লাবের সভাপতি/সম্পাদক ও সখিপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি/সম্পাদক সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ এবং ফারিয়া'র সকল সদস্যগন।
ফার্মাসিউটিক্যাল্স রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন (ফারিয়া'র) সখিপুর উপজেলা শাখায় ৮০ জনের মত সদস্য রয়েছেন। তারা সব সময় হাসপাতালের ডাক্তারদের বিভিন্ন ওষুধের তথ্য উপাত্ত প্রদান করেন এবং ডাক্তারদের সার্বিক ভাবে সহযোগিতা করে থাকেন। তারা এই করোনা সংক্রমণ চলাকালীন এর আগেও ৪০টি পিপিই হাসপাতালের ডাক্তারদের প্রদান করেছেন।
সখিপুর উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আব্দুস সোবহান বলেন- করোনাকালীন সময়ে আমাদের এই হাসপাতালে সখিপুরের বিভিন্ন ধনাট্য ব্যক্তি ও প্রতিষ্ঠান যেভাবে হাসপাতালের প্রয়োজনীয় বিভিন্ন দ্রব্যাদি উপহার দিচ্ছেন, এতে কভিড ১৯ এর বৈশ্বিক ভয়াবহ তান্ডবীয় মূহুর্তে- রোগিদের প্রয়োজনে এটা নিঃসন্দেহে অসামান্য অবদান। সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে'র পক্ষ থেকে ফারিয়া সহ এই করোনা কালিন সময়ে আজ পর্যন্ত যারা এই মানবিক সহায়তা প্রদান করে আসছেন, আমি তাদের সকলকে কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ জ্ঞাপন করছি।