উল্লাপাড়ায় মেয়র পদে ৫ জনের মনোনয়ন জমাদান আঃলীগেঃ২,বিএনপিতেঃ১ জন বিদ্রোহী প্রার্থী
এসএমএ কামাল পারভেজ
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার আসন্ন নির্বাচনে মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে (২০ ডিসেম্বর'২০ইং) মোট ৫ জন মেয়র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন । এর মধ্যে আঃলীগের ২ জন ও বিএনপি'র ১ জন বিদ্রোহী প্রার্থী রয়েছেন ।
আওয়ামিলীগ থেকে নৌকা প্রতীক নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন উল্লাপাড়া পৌর আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান মেয়র এস,এম নজরুল ইসলাম । বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আজাদ হোসেন । দলীয় মনোনয়ন না পেয়ে আঃলীগের বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন উপজেলা যুবলীগের আহ্বায়ক ও মাননীয় এম,পি তানভীর ইমাম এর একান্ত সচিব মীর আরিফুল ইসলাম উজ্জ্বল এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক প্রয়াত এ্যাডঃ মারুফ বিন হাবিব এর ছোট ভাই আরিফ বিন হাবিব। অপর দিকে দলীয় মনোনয়ন না পেয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েোছেন পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক মেয়র মোঃ বেলাল হোসেন।
উল্লাপাড়া পৌরসভার ৯ টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে-৮ জন, ২ নং ওয়ার্ডে-৩ জন, ৩ নং ওয়ার্ডে-৫ জন, ৪ নং ওয়ার্ডে-৫ জন, ৫ নং ওয়ার্ডে-৬ জন, ৬ নং ওয়ার্ডে-৪ জন, ৭ নং ওয়ার্ডে-৫ জন, ৮ নং ওয়ার্ডে-৫ জন, ৯ নং ওয়ার্ডে-৪ জন সহ মোট ৪৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন । সংরক্ষিত মহিলা কাউন্সিল পদে সংরক্ষিত -১ আসনে-৫ জন, ২ আসনে-৬ জন ও ৩ আসনে-৬ জন সহ মোট ১৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উল্লেখ্য আগামী ১৬ই জানুয়ারি উল্লাপাড়ায় পৌর মেয়র নির্বাচন অনুষ্ঠিত হবে।