ঋণের দায়ে এলসি ব্যবসায়ীর আত্মহত্যা
কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
ঋণের দায় মেটাতে না পারায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে কামাল মিয়া (৪০) নামের এক এলসি ব্যবসায়ী আত্মহত্যা করেছে। সে ভোলাগঞ্জ উত্তর পাড়ার বাসিন্দা। সে ছাতকের নিজগাঁও গ্রামের মন্নান মিয়ার পুত্র। বুধবার (২২ ফেব্রুয়ারী) বিকালে এ ঘটনায় ঘটে।
নিহতের স্ত্রী জানান, সকালে তার স্বামীকে বাড়িতে রেখে তিনি তার বাবার বাড়ি যান। আসরের নামাজের পর বাড়িতে এসে ঘরের দরজা বন্ধ পান। দরজা খুলে তিনি দেখেন তার স্বামী ঘরের তীরের সাথে গলায় ওরনা প্যাছিয়ে ঝুলে আছে।
পরিবার সুত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে কামাল মিয়া ভোলাগঞ্জে এলসি কমিশন ব্যবসা করে আসছেন। তিনি তার এক নিকট আত্মীয়কে এলসির ভারতীয় চুনাপাথরের জন্য প্রায় ৩৫ লক্ষ টাকা দেন। বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে কামাল মিয়া ঋণ করে প্রায় ২ বছর আগে এই টাকা দিয়েছিলেন। দীর্ঘদিন থেকে পাওনা দারদের টাকা পরিশোধ না করায় পাওনাদাররা ঋণের জন্য চাপ দিতে থাকেন। ঋণ পরিশোধের কোন পথ না পাওয়ায় তার নিকট আত্মীয়ের উপর অভিমান করে কামাল মিয়া আত্মহত্যা করে কলেও জানায় তার পরিবার।
কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় জানান, পুলিশ ঘটনাস্থলে আছে। উপস্থিত লোকজন বলতেছে কামাল মিয়া আত্মহত্যা করেছে। লাশ পোস্টমর্টেমের জন্য সিলেট পাঠানো হবে। পোস্টমর্টেমের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
Leave a Reply