নিজস্ব প্রতিবেদক
মুজিব শতবর্ষের, অঙ্গীকার পুলিশ হবে জনতার, বাংলাদেশ পুলিশ এর এই স্লোগান কে সামনে রেখে, দিন রাত যিনি নিজেকে বিলিয়ে দিয়ে। পুলিশের, সেবা সাধারণ মানুষের, মধ্যে পৌঁছে দিয়ে সাধারণ মানুষের, মনিকোঠায়, যিনি, স্থানকরে। নিয়ে সাধারণ মানুষের, পুলিশের প্রতি ধারণা কে পাল্টে দিয়েছেন,মহিপুর থানার ভারপ্রাপ্ত , কর্মকর্তা, খোন্দকার আবুল খায়ের কায়সার। সরে জমিনে জানা যায়, সাধারন মানুষের, যে কোন অভিযোগ, খুব গুরুত্বের সাথে দেখেন এবং মাদক কারবারির, বিরুদ্ধে জিরো টলারেন্স। নীতি অবলম্বন করে, মহিপুর থানা এলাকায় মাদক কারবারির জন্য, এক আতংকের নাম অফিসার ইনচার্জ মহিপুর থানা
বিভিন্ন গুরুত্বপূর্ণ, অপারেশন পরিচালনা। করে মাদক কারবারি কিশোর গ্যাংগ, চোরাকারবারী,সহ নানন অপরাধী কে গ্রেফতার করে আদালত এর কাছে সোপর্দ করেন।সাধারণ মানুষের সাথে কথা বলে জানাযায়। সে কখনো কোন সাধরন মানুষের মনে কষ্ঠদেন নেই কোন মানুষ কে তার আইনের সহায়তা প্রদান করতে। কোন গরি মিশি করেন নেই।